২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

সিএএ-বিরোধী সমাবেশে তরুণীর ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, এরপর...

- সংগৃহীত

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন এক ভারতীয় তরুণী। এরপরই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য বেঙ্গালুরুর এই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। সমাবেশে দেশবিরোধী স্লোগান দেয়ার অভিযোগ এনে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করেছে ভারতীয় পুলিশ। প্রতিবাদী এই তরুণীর নাম অমূল্য।

ভারতীয় সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসির উপস্থিতিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। একপর্যায়ে সমাবেশের মঞ্চে উঠে অমূল্য নামের ওই তরুণী বলে বসেন ‘পাকিস্তান জিন্দাবাদ’।

একটি ভিডিওতে দেখা যায়, অমূল্য নামে পরিচিত ওই তরুণী অনুষ্ঠানে সমবেত জনতার উদ্দেশে ‘পাকিস্তান জিন্দাবাদ’ (পাকিস্তান দীর্ঘজীবী হোক) এই স্লোগান দেয়ার আহ্বান জানান। ‘সংবিধানকে রক্ষা করুন’ এই ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। তরুণীর মুখে ওই স্লোগান শুনে ছুটে আসেন আসাদউদ্দিন ওয়াইসি এবং আরো দু'জন ব্যক্তি। ওই তরুণীর মুখের সামনে থেকে মাইক্রোফোন সরিয়ে নেয়ার চেষ্টা করেন তারা, ছুটে আসেন অনুষ্ঠানের আয়োজকরাও। এরপরেই ওই তরুণীকে বিতর্কিত স্লোগান দেয়ার অপরাধে গ্রেফতার করা হয়। ইতোমধ্যেই তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করেছে পুলিশ।

অমূল্য নামের ওই তরুণীর বাবাও তার মেয়ের পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়ার বিষয়ে বলেন,‘অমূল্য যা বলেছে তা ভুল কথা। ও আসলে কিছুদিন ধরেই মুসলিমদের সঙ্গে বেশি মেলামেশা করছিল এবং আমি বারণ করা সত্ত্বেও আমার কথায় কান দেয়নি।’

পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়ার পর তরুণীকে মঞ্চ থেকে নামানোর চেষ্টা করেন আয়োজকরা

 

ওই তরুণীকে গ্রেফতার প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা বি রমেশ বলেন,‘আমরা ওনার বিরুদ্ধে ধারা ১২৪ (এ) (রাষ্ট্রদ্রোহিতা), ১৫৩ (এ) এবং (বি) (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উস্কানিমূলক বক্তব্য প্রচার করা) এবং চক্রান্ত করার অভিযোগে একটি মামলা দায়ের করেছি।’

অমূল্যের জামিনের আবেদন খারিজ হয়েছে এবং তাকে ৩ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তবে আগামী সোমবার একটি স্থানীয় আদালতে তার জামিনের আবেদনের শুনানি হবে বলে জানা গেছে।

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণের প্রতিবাদ করার জন্য একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েই পাকিস্তানকে নিয়ে ওই স্লোগান দেন তরুণী।

ওই ঘটনার পরেই একই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আসাদউদ্দিন ওয়াইসি সমবেত জনগণের উদ্দেশে বলেন যে তিনি ওই তরুণীর বক্তব্যের সঙ্গে একমত নন। তিনি বলেন,‘ওই তরুণীর সঙ্গে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই। আয়োজকদের তাকে (তরুণী) এখানে ডাকা উচিত হয়নি। আর আমি যদি এটা আগে থেকে জানতাম তবে আমিও এখানে আসতাম না। আমরা ভারতের পক্ষে। আমাদের পুরো আন্দোলন ভারতকে বাঁচানোর জন্যেই।’ সূত্র : এনডিটিভি।


আরো সংবাদ



premium cement
সাংবাদিক ফারজানা রুপা-শাকিলের জামিন স্থগিত রাঙ্গাবালীতে কলেজ কমিটি নিয়ে অসন্তোষ : সভাপতির মামলা, শিক্ষার্থীদের আল্টিমেটাম সিলেটে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত দাভোসে দ্বিতীয় দিনে ১৪ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ‘১৮ হাজার কর্মীকে এপ্রিলের মধ্যে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা চলছে’ ‘৫ আগস্টের দেয়াল ভাঙতে দেয়া হবে না’ গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ পরিবারের ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ‘আই কিউ টেস্ট’ গুরুত্বপূর্ণ : গণশিক্ষা উপদেষ্টা রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করবে ইউএনএইচসিআর ‘জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ’ প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো ঢাকা ক্যাপিটালস

সকল