কাশ্মির পরিস্থিতি নিয়ে ইইউ প্রতিনিধিদলের উদ্বেগ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০১৯, ০৯:৫১
ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টারি পার্টির প্রতিনিধিরা। তাদের অভিমত- উপত্যকার মানুষ মানবাধিকার থেকে বঞ্চিত। মঙ্গলবার কাশ্মিরের পরিস্থিতি খতিয়ে দেখে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন জানিয়েছে ইইউ এমপিদের দল। এ দিকে ভারত অধিকৃত কাশ্মিরকে দু’টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত আজ ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে।
ভারত অধিকৃত কাশ্মিরের পরিস্থিতি সরেজমিন ঘুরে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের ২৭ জন সদস্য মঙ্গলবার সেখানে পৌঁছেন। দিল্লির পক্ষ থেকে কাশ্মির সফরের আমন্ত্রণ পাওয়া এই ২৭ জনের মধ্যে ২২ জনই বিভিন্ন কট্টর দক্ষিণপন্থী দলের রাজনীতিক। উগ্র ইসলামবিদ্বেষী ও অভিবাসীবিদ্বেষী অবস্থানের জন্য তাদের আলাদা পরিচিতি রয়েছে।
কাশ্মিরে পা রাখার আগেই দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও দেখা করেছেন তারা। এই সফরকে অবশ্য তাদের ‘ব্যক্তিগত সফর’ হিসেবেই বর্ণনা করা হচ্ছে। কেননা, আনুষ্ঠানিকভাবে তাদের এ সফর ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি হিসেবে নয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও এএনআই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা