২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বেইজিংয়ে চীন সরকারের সাথে তালেবানের বৈঠক

- সংগৃহীত

তালেবানের একটি প্রতিনিধি দল গত রোববার বেইজিংয়ে আফগানিস্তানের জন্য নিযুক্ত চীনের বিশেষ প্রতিনিধির সাথে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে তাদের শান্তি আলোচনার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র। শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা বাতিল করার পর তালেবান আর চীনের মধ্যে এ বৈঠক হলো। অনেকেই আশা করেছিলেন যুক্তরাষ্ট্র-তালেবানের ওই আলোচনার মধ্য দিয়ে শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে এবং আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের ইতি ঘটবে।

তালেবানের ৯ সদস্যের প্রতিনিধি দল বেইজিং সফর করছেন এবং সেখানে তারা আফগানিস্তানবিষয়ক চীনা বিশেষ প্রতিনিধি ডেং শিজুনের সাথে বৈঠক করেছেন। আফগান তালেবানের কাতার অফিসের মুখপাত্র সুহাইল শাহীন তার টুইটার একাউন্টে এ তথ্য জানিয়েছেন। শাহীন লিখেছেন, চীনা বিশেষ প্রতিনিধি বলেছেন মার্কিন-তালেবান চুক্তিটি একটি ভালো ফ্রেমওয়ার্ক যেটার মাধ্যমে আফগান ইস্যুর শান্তিপূর্ণ সমাধান হতে পারে এবং চীন এটাকে সমর্থন করে।

শাহীন টুইটে লিখেছেন যে, তালেবান প্রতিনিধি দলের নেতা মোল্লা বারাদার বলেছেন যে তারা সংলাপে অংশ নিয়ে একটা ‘সমন্বিত চুক্তিতে’ পৌঁছেছিলেন। শাহীনের মতে, বারাদার বলেছেন, এখন, মার্কিন প্রেসিডেন্ট যদি তার কথার মর্যাদা রাখতে না পারেন এবং সেটা ভঙ্গ করেন, তাহলে আফগানিস্তানে যেকোনো ধরনের বিভ্রান্তি ও রক্তপাতের জন্য তাকেই দায় নিতে হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এ ব্যাপারে ই-মেইলে যোগাযোগ করা হলেও তাদের তাৎক্ষণিক জবাব পাওয়া যায়নি। কাবুলে নিযুক্ত চীনা কর্মকর্তাদের কাছ থেকেও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আগামী সপ্তাহে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী তালেবানদের উৎখাত করার পর এটি দেশের চতুর্থ নির্বাচন। শান্তি আলোচনা বন্ধ হয়ে যাওয়ায় এই নির্বাচন এখন গুরুত্ব পেয়েছে, কারণ শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে একটা অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টির সম্ভাবনা ছিল, যেটার সম্ভাবনা এখন খুবই সামান্য। জুন মাসে শান্তি চুক্তি বাতিল হওয়ার আগে তালেবানের আরেকটি প্রতিনিধি দল চীন সফর করে দেশটির সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছিলেন।

হেলমান্দে বিয়ের অনুষ্ঠানে সরকারি বাহিনীর হামলায় নিহত ৩৫
এ দিকে রয়টার্স আরো জানায়,আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে দেশটির সরকারি বাহিনীর হামলায় অন্তত ৩৫ বেসামরিক নাগরিক নিহত ও আরো ১৩ জন আহত হয়েছেন। প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তালেবান আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ দেয় এমন একটি বাড়িতে রোববার রাতে অভিযান পরিচালনা করে আফগান নিরাপত্তাবাহিনী। এই ভবনের পাশে একটি বিয়ের অনুষ্ঠানস্থলও নিরাপত্তাবাহিনীর টার্গেটে পরিণত হয়।

হেলমান্দ প্রাদেশিক পরিষদের সদস্য আতাউল্লাহ আফগান বলেন, ৩৫ বেসামরিক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছেন। মুসা কালা জেলার খাকসর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হতাহতরা। এ সময় হঠাৎ বিয়ের এই অনুষ্ঠানস্থল আক্রান্ত হয়। প্রাদেশিক পরিষদের সদস্য আবদুল মজিদ আখুন্দ জাদাহ বলেন, হামলায় ৪০ জন নিহত হয়েছেন; তাদের সবাই বেসামরিক নাগরিক।


আরো সংবাদ



premium cement
লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় নতুন দাবানল ছড়িয়ে পড়ছে পান্থপথের বহুতল ভবনের আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি আজ থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা মানিকগঞ্জে ছাত্রদের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার নোবিপ্রবিতে বিকন অব ব্রিলিয়্যান্স আয়োজন করছে ছাত্রশিবির জাতীয় স্বার্থের উপর জোর দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি : রুবিও অভিষেক ঝড়ে পাত্তাই পেল না ইংল্যান্ড শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন ফিফা প্রধান

সকল