২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

কাশ্মিরে ভারতীয় কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: বার্নি স্যান্ডার্স

-

ভারত শাসিত কাশ্মিরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সিনেটর ও প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্স। সেখানে ভারতীয় কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য উল্লেখ করে এই নেতা বলেন, এই সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সমর্থিত প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমর্থন দিতে হবে।

শনিবার হিউস্টনে ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (আইএসএনএ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্যান্ডার্স বলেন, ‘কাশ্মিরের পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে ভারতের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য।’

যুক্তরাষ্ট্রকে কাশ্মির প্রশ্নে সরব হওয়ার আহ্বান জানিয়ে স্যান্ডার্স বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার ওপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং যুক্তরাষ্ট্র সরকারকে বলিষ্ঠভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সমর্থনে কথা বলতে হবে। জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মিরি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বিবেচিত শান্তিপূর্ণ সমাধান প্রস্তাবকে সমর্থন দিতে হবে।’


আরো সংবাদ



premium cement