কান্নাজড়িত কণ্ঠে রাহুলকে যা বললেন কাশ্মিরী নারী (ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ আগস্ট ২০১৯, ১৬:২৬, আপডেট: ২৫ আগস্ট ২০১৯, ১৭:০২
কাশ্মিরের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ভূস্বর্গে গিয়েছিলেন রাহুল গান্ধীসহ বিরোধী দলের বেশ কয়েকজন নেতা। তবে শ্রীনগর বিমানবন্দর থেকেই তাদের ফেরত পাঠিয়ে দেয়া হয় কংগ্রেস নেতাদের। সেখানে এক কাশ্মিরী নারী সেখানকার অবস্থা রাহুল গান্ধীকে জানান।
শ্রীনগর থেকে যখন নয়াদিল্লির পথে ফিরছিলেন তিনি তখন এই ঘটনা ঘটে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুলের সাথে ওই নারীর কথোপকথনের ভিডিও কংগ্রেস নেত্রী রাধিকা টুইটারে শেয়ার করেছেন। এবং লিখেছেন ৩৭০ ধারা তুলে নেয়ার পর কাশ্মিরের জনজীবন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে ওই নারী বলছেন, আমাদের ছেলেমেয়েদের বাড়ির বাইরে বেরোনোর উপায় নেই। আমার ভাই হার্টের রোগী। দশ দিন ডাক্তার দেখাতে যেতে পারেনি। আমরা খুব সমস্যায় রয়েছি।
এ ঘটনার পর রাহুল গান্ধী উঠে গিয়ে ওই নারীকে সমবেদনা জানান। আশেপাশে তখন ছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, কেসি বেনুগোপালসহ অনেকেই। যা শুনে প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়েন।
প্রসঙ্গত, শ্রীনগর থেকে দিল্লিতে ফিরেই রাহুল গান্ধী জানিয়েছেন, তারা রাজ্যপালের আমন্ত্রণকে সামনে রেখেই কাশ্মিরের পরিস্থিতি যাচাই করতে গিয়েছিলেন। তবে তাদের বাইরে বেরোতে দেয়া হয়নি। যা দেখে বোঝা যাচ্ছে, কাশ্মিরে সবকিছু স্বাভাবিক নেই।
कश्मीर का दर्द सुनिए... pic.twitter.com/FRyg1Chifg
— Radhika Khera (@Radhika_Khera) August 24, 2019
সূত্র : ওয়ান ইন্ডিয়া
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা