৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে পিটিশন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ আগস্ট ২০১৯, ১৫:৫৫
নরেন্দ্র মোদির সরকার কর্তৃক কাশ্মিরের বিশেষ মর্যাদা বিষয়ক ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন এম.এল শর্মা নামের এক আইনজীবী। তিনি মোদি সরকাররের সিদ্ধান্তকে অসাংবিধানিক উল্লেখ করে জরুরি ভিত্তিতে ওই মামলার শুনানির আবেদন করেছেন শর্মা।
সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি জম্মু-কাশ্মিরের প্রশাসনিক ব্যবস্থাকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে রাজ্যসভায় বিল পাস করে বিজেপি সরকার। এর ফলে জম্মু-কাশ্মির ও লাদাখ হবে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।
কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হন আইনজীবী শর্মা। তার যুক্তি হলো, ৩৭০ অনুচ্ছেদ খারিজ করতে গেলে জম্মু-কাশ্মিরের বিধানসভায় তা নিয়ে আলোচনা করতে হতো। কিন্তু, তা না করেই একতরফাভাবে ওই অনুচ্ছেদ বাতিল করা হয়েছে বলে দাবি তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা