পশ্চিমবঙ্গে মমতার আধিপত্য
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ মে ২০১৯, ১১:৪৩, আপডেট: ২৩ মে ২০১৯, ১২:৪৭
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা মোটামুটি শেষ। ঘোষিত ফল অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ৩২৫টি আসনে জয়লাভ করে আবারো সরকার গঠন চূড়ান্ত করেছে। তবে পশ্চিমবঙ্গের মসনদ বরাবরের মতো দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনের মধ্যে ২৭টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘোষিত ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৭টি আসন। ২০১৪ সালের নির্বাচনে দলটি পেয়েছিল ৩৪টি আসন। অর্থ্যাৎ মমতার দলের আসন কমেছে ৭টি। প্রদেশটিতে কংগ্রেস পেয়েছে ১টি আসন।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টায় ভারতের লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়। এরপর ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ৩২৫টি আসনে জয় লাভ করেছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) ৮৮টি আসনে জয় পেয়েছে, মহাগতবন্ধন (এমজিবি) জোট পেয়েছে ২৬টি আসন। এছাড়া অন্যান্য দল জয় পেয়েছে ১০৩টি আসনে।
এদিকে দেশের রাজত্ব ফের মোদির হাতে থাকলেও পশ্চিমবঙ্গ হাতছাড়াই থেকে গেল বিজেপির। তবে মমতার জয়ের দিনেও লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে চমক দেখিয়েছে বিজেপি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি পেয়েছিল মাত্র ২টি আসন। আর ৫ বছরের মাথায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই প্রদেশে বিজেপির অর্জন ১৪টি। অর্থ্যাৎ গত নির্বাচনের তুলনায় ১২টি আসন বেশি পেয়েছে দলটি।
এর আগের দুটি নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকার গঠন করে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে মমতা পান ৩৪টি আসন। কংগ্রেস তাদের থলিতে ভরে চারটি আসন। আর বামফ্রন্ট এবং বিজেপি পায় দুটি করে আসন। এবার নির্বাচনের আগেই মমতা লক্ষ্য নেন ৪২টি আসনের সবগুলোতেই জেতার।
১১ এপ্রিল শুরু হয়ে গত রোববার শেষ হয় ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সাত ধাপের নির্বাচনের ভোটগ্রহণ। ৮৩ কোটির বেশি ভোটারের জন্য ৫৪২ আসনের ৯ লাখ কেন্দ্রে মোট সাত পর্বে চলে এই ভোটগ্রহণ। কোনো দলকে সরকার গঠন করতে হলে ৫৪৩ আসনের মধ্যে পেতে হবে ২৭২টি আসন। আর ঘোষিত ফলাফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩২৫ টি আসনে জয়লাভের মাধ্যমে এই ম্যাজিক ফিগার আগেই নিশ্চিত করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা