রাজীব গান্ধী যুদ্ধজাহাজকে প্রমোদ তরী বানিয়েছিলেন : মোদী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ মে ২০১৯, ১৪:০৭
এবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন নরেন্দ্র মোদি। দিল্লিতে এক নির্বাচনী প্রচারণা সমাবেশে মোদি বলেন, কংগ্রেস আমলে দেশের যুদ্ধজাহাজকে প্রমোদ তরী হিসেবে ব্যবহার করেছে গান্ধী পরিবার। এভাবেই তিনি দেশের এক যুদ্ধজাহাজকে অপমান করেছেন।
সম্প্রতি প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ভ্রষ্টাচারী নম্বর ওয়ান বলে মন্তব্য করেন। শুধু তাই নয়, রাহুলের উদ্দেশ্যে মোদি বলেন, রাজীব গান্ধী ভ্রষ্টাচারী নম্বর ওয়ান হিসেবেই মারা গিয়েছেন।
বুধবার দিল্লিতে এক মোদি সভায় বলেন, ব্যক্তিগত ট্যাক্সি হিসেবে ব্যবহার করেছেন আইএনএল বিরাট যুদ্ধজাহাজকে। রাজীব গান্ধীর আমলে তিনি ও তার পরিবার ১০ দিনের ছুটিতে গিয়েছিলেন। আইএনএস বিরাট দেশের সমুদ্রসীমা রক্ষার জন্য কাজে লাগানো হয়েছিল। তার বদলে সেটিকে গান্ধী পরিবারের ছুটি কাটানোর জন্য ব্যবহার করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর অভিযোগ, টানা দশদিন একটি দ্বীপে আটকে নোঙর করা ছিল ওই জাহাজ। রাজীব গান্ধীর পরিবার ছাড়াও ওই জাহাজে ছিলেন সোনিয়ার বাপের বাড়ির লোকজন। বিদেশি লোকজনদের এক যুদ্ধ জাহাজে চাপিয়ে দেশের নিরাপত্তার সঙ্গে সমঝোতা করা হয়েছিল। সূত্র: জি নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা