২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতীয় বিমান বাহিনীতে পরিবর্তন

এয়ার মার্শাল রাকেশ কুমার সিংহ ভাদুরিয়া - ছবি : সংগ্রহ

ভারতীয় বিমান বাহিনীতে পরিবর্তন আনা হয়েছে। এয়ার মার্শাল অনিল খোশলার জায়গায় ভারতীয় বিমানবাহিনীর নয়া উপপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন এয়ার মার্শাল রাকেশ কুমার সিংহ ভাদুরিয়া। গত ৩০ এপ্রিল বিমানবাহিনীর ‘ভাইস চিফ অব এয়ার স্টাফ’ হিসেবে দায়িত্ব নেন তিনি। এর আগে ২০১৮ সালের ১ অক্টোবর উপপ্রধানের দায়িত্ব থেকে অবসর নেন এয়ার মার্শাল শিরিষ বাবান দেও। তারপর এত দিন এই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন এয়ার মার্শাল অনিল খোশলা। এবার সেই পদ পেলেন এয়ার মার্শাল রাকেশ কুমার।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক ছাত্র এয়ার মার্শাল রাকেশ কুমার ভারতীয় বিমানবাহিনীতে যোগ দেন ১৯৮০ সালের ১৫ জুন। প্রায় ২৬ রকম ফাইটার জেট ওড়াতে দক্ষ রাকেশ কুমার যেকোনো ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টেও সিদ্ধহস্ত। আকাশে ৪,২৫০ ঘণ্টা ওড়ার অভিজ্ঞতাও রয়েছে তার।

ভারতীয় একটি পত্রিকায় বলা হয়, রাকেশ কুমারের জন্ম বাংলাদেশে। সেখানকার কম্যান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে প্রতিরক্ষা বিষয়ে মাস্টার্স করেন তিনি। বিমানবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন এয়ার মার্শাল রাকেশ কুমার। একসময়ে বিমানবাহিনীর জাগুয়ার স্কোয়াড্রনের কম্যান্ডিং অফিসার রাকেশ কুমার প্রিমিয়ার এয়ার ফোর্স স্টেশনেরও প্রধানের দায়িত্বে ছিলেন।

উপপ্রধানের পদ পাওয়ার আগে ভারতীয় বিমানবাহিনীর ট্রেনিং কম্যান্ডের এয়ার অফিসার কন্যান্ডিং ইন চিফ হিসেবে কাজ করছিলেন তিনি। ‘পরম বিশিষ্ট সেবা মেডেল,’ ‘অতি বিশিষ্ট সেবা মেডেল’ এবং ‘বায়ু সেনা মেডেল’–এর মতো একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে।


আরো সংবাদ



premium cement