মোদি না রাহুল? ভারতের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আজ
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ এপ্রিল ২০১৯, ০৫:৫২
আজ বৃহস্পতিবার ভারতের পার্লামেন্ট তথা লোকসভার নির্বাচন শুরু হচ্ছে। সাত দফায় বিভক্ত ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ২৩ মে। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে নরেন্দ্র মোদির বিজেপিই আগামী ৫ বছরের জন্য ক্ষমতায় বহাল থাকবে না রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস ক্ষমতায় ফিরবে। কিংবা তৃতীয় কোনো জোট ক্ষমতায় আসবে কিনা তাও জানা যাবে।
বৃহস্পতিবার ভারতজুড়ে ২০ রাজ্যের মোট ৯১টি আসনে হবে ভোট গ্রহণ। যাতে ভোট দেবেন প্রায় ১০ লাখ নতুন ভোটার। যারা প্রথমবার প্রয়োগ করবেন নিজেদের গণতান্ত্রিক অধিকার। ৯১টি আসনের মধ্যে অন্ধ্রপ্রদেশের ২৫টি আসনে, উত্তরপ্রদেশের ৮টি আসনে, মহারাষ্ট্রের ৭টি আসনে, উত্তরাখণ্ড এবং আসামের ৫টি আসনে, বিহার ও ওডিষার ৪টি করে আসনে, জম্মু-কাশ্মীর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের ২টি করে আসনে ভোট গ্রহণ। এছাড়া ছত্তিশগড়, মনিপুর, মিজরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ও লাক্ষাদ্বীপে একটি করে আসন নিয়ে প্রথম দফায় মোট ৯১টি আসনে বৃহস্পতিবার ভোট গ্রহণ।
অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশে এক দফায় হচ্ছে নির্বাচন। অন্যদিকে ওডিষার ১৪৭টি আসনের মধ্যে ২৮টি আসনেও নির্বাচন বৃহস্পতিবার। উত্তরপ্রদেশে প্রথম দফায় মোট ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। যার মধ্যে রয়েছেন চারজন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। রয়েছেন ভিকে সিং, সঞ্জীব বালিয়ান, সত্যপাল সিং এবং মহেশ শর্মা। এছাড়া রয়েছেন আরএলডি নেতা অজিত সিং এবং কংগ্রেসের জয়ন্ত চৌধুরি এবং ইমরান মাসুদ।
এবারের নির্বাচনে ১৩ কোটি নতুন ভোটার এবার নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে ২০১৪ সালে নতুন ভোটারের সংখ্যা অনেক বেশি ছিল।
ভারতীয় ভোটারদের দুই-তৃতীয়াংশের বয়স ৩৫ বা তার থেকে কম। এবারের নির্বাচনে ডিজিটাল মিডিয়ার প্রভাব খুবই বেশি। ২০১৪ সালে দেশের ৫৪৩ টি আসনের মধ্যে ২৮২টি তে জিতে সরকার করে নরেন্দ্র মোদির বিজেপি। পরাজিত হয় কংগ্রেস। জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় এবং আয়তনের দিক থেকে সপ্তম ভারতের ভোট অংশ নিচ্ছে ২০০০টি দল, প্রার্থীর সংখ্যা প্রায় আট হাজার।
লোকসভা নির্বাচনের ভোট গণনা কেন্দ্রের সংখ্যা
এবার সারাদেশে দশ লাখের বেশি গণনা কেন্দ্রে ভোট নেওয়া হবে শুধু ভারতে নয় গোটা বিশ্বের হিসেবে এটা একটি রেকর্ড মোট ১১ লক্ষ ইভিএমে নিজেদের মত জানাবেন ভোটাররা এবারের নির্বাচনে ভি ভি প্যাট ও থাকছে।
কারা ভোট দিতে পারবেন
নির্বাচন কমিশনের হিসেব বলছে প্রায় ৯০ কোটি ভোটার এবার ভোট দেবেন। এর মধ্যে নতুন ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি তবে ২০১৪ সালে নতুন ভোটার সংখ্যা ছিল ২৭ কোটিরও বেশি।
লোকসভা নির্বাচনে প্রথম ভোট
১৮- ১৯ বছর বয়স এমন ভোটার সংখ্যা দেড় কোটির কাছাকাছি।
আদার্স ক্যাটাগরির ভোট
রূপান্তরকামীদের এই ক্যাটাগরিতে রাখা হয় এবার রূপান্তরকামী ভোটারের সংখ্যা ৩৮ হাজারেরও বেশি।
লোকসভা নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল
১৮৪১টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে।
ভোটের খরচ
বিভিন্ন সমীক্ষা থেকে জানা গেছে, এবার ভোটের খরচ প্রায় ৫০০ বিলিয়ন।
কবে কবে ভোট ?
এপ্রিলের ১১, ১৮, ২৩ , ২৯ তারিখ ভোট হবে। মে মাসের ৭ , ১২ এবং ১৯ তারিখেও ভোট হবে।
প্রথম দফা (১১ এপ্রিল)
অন্ধ্রপ্রদেশ : ২৫
অরুণাচল প্রদেশ: ২
আসাম : ৫
বিহার: ৪
ছত্রিশগড়: ১
জম্মু ও কাশ্মীর : ২
মহারাষ্ট্র : ৭
মণিপুর: ১
মেঘালয় : ২
মিজোরাম: ১
নাগাল্যান্ড: ১
ওড়িশা: ৪
সিকিম: ১
তেলেঙ্গানা: ১৭
ত্রিপুরা : ১
উত্তরপ্রদেশ : ৮
উত্তরাখণ্ড : ৫
পশ্চিমবঙ্গ : ২
আন্দামান : ১
লাক্ষাদ্বীপ : ১
দ্বিতীয় দফা (১৮ এপ্রিল)
আসাম : ৫
বিহার : ৫
ছত্তিশগড় : ৩
জম্মু ও কাশ্মীর : ২
কর্নাটক : ১৪
মহারাষ্ট্র : ১০
মণিপুর : ১
ওড়িশা : ৫
তামিলনাড়ু : ৩৯
ত্রিপুরা : ১
উত্তরপ্রদেশ : 8
পশ্চিমবঙ্গ : ৩
পন্ডিচেরী : ১
তৃতীয় দফা (২৩ এপ্রিল)
আসাম : ৪
বিহার: ৫
ছত্তিশগড় : ৭
গুজরাট: ২৬
গোয়া: ২
জম্মু ও কাশ্মীর : ১
কর্নাটক : ১৪
কেরালা : ২০
মহারাষ্ট্র : ১৪
ওড়িশা : ৬
উত্তরপ্রদেশ : ১০
পশ্চিমবঙ্গ : ৫
দাদরা নগর হাভেলী : ১
দমন দিউ: ১
চতুর্থ দফা (২৯ এপ্রিল)
বিহার: ৫
জম্মু কাশ্মীর : ১
ঝাড়খণ্ড : ৩
মধ্যপ্রদেশ : ৬
মহারাষ্ট্র : ১৭
ওড়িশা: ৬
রাজস্থান : ১৩
উত্তরপ্রদেশ: ১৩
পশ্চিমবঙ্গ : ৮
পঞ্চম দফা (৬ এপ্রিল)
বিহার: ৫
জম্মু কাশ্মীর : ২
ঝাড়খণ্ড : ৪
মধ্যপ্রদেশ : ৭
রাজস্থান: ১২
উত্তরপ্রদেশ : ১৪
পশ্চিমবঙ্গ : ৭
ষষ্ঠ দফা (১২ মে )
বিহার : ৮
হরিয়ানা : ১০
ঝাড়খণ্ড : ৪
মধ্যপ্রদেশ : ৮
উত্তরপ্রদেশ : ১৪
পশ্চিমবঙ্গ : ৮
দিল্লি : ৭
সপ্তম দফা (১৯ মে)
বিহার : ৮
ঝাড়খন্ড : ৩
মধ্যপ্রদেশ : ৮
পাঞ্জাব : ১৩
পশ্চিমবঙ্গ : ৯
চন্ডিগড় : ১
উত্তরপ্রদেশ : ১৩
হিমাচল প্রদেশ : ৪।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা