নওয়াজ শরিফের জামিন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মার্চ ২০১৯, ২০:০৮
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে শর্ত সাপেক্ষে ছয় সপ্তাহের জন্য কারামুক্তি দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। চিকিৎসার জন্য এই কারামুক্তির সময়টুকু তাকে কাটাতে হবে দেশেই।
দ্য ডন অনলাইন জানিয়েছে, মঙ্গলবার প্রধান বিচারপতি আসিফ সাইদ খোসার নেতৃত্বে তিনজন বিচারকের একটি প্যানেল নওয়াজকে এই জামিন দেয়। ৫০ রুপির দুটি পৃথক বন্ডের বিপরীতে তাকে এই জামিন দেয়া হয়।
আদালতের আদেশে বলা হয়, ছয় সপ্তাহের এই মেয়াদ শেষ হবার সাথে সাথে তাকে আদালতে আত্মসমার্পন করতে হবে। সেটি না করলে তাকে গ্রেফতার করা হবে। এই সময়কালে তার দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
আদেশে আরো বলা হয়, চিকিৎসার জন্য এই জামিন নবায়ন করতে চাইলে তাকে হাইকোর্টে পিটিশন দাখিল করতে হবে।
আদালতে শুনানির সময় নওয়াজ শরিফের আইনজীবী খাজা হারিস আদালতের কাছে ৮ সপ্তাহের জামিন চেয়েছিলেন বিষয়টিকে ‘জরুরি’ উল্লেখ করে।
আদালতের আদেশের পর নওয়াজ শরিফের কন্যা মারিয়াম নওয়াজ এক টুইটারে বিষয়টি জানিয়ে পোস্ট দিয়েছেন। আদালতের রায়কে স্বাগত জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিসহ পাকিস্তান মুসলিম লিগ(নওয়াজের) নেতারা।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা