২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতের যুদ্ধপ্রস্তুতি অব্যাহত, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিশাইল ছোড়ার মহড়া

অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিশাইল (এটিজিএম) ছোড়ার মহড়া - সংগৃহীত

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধপ্রস্তুতি অব্যাহত রেখেছে। গত শনিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিশাইল (এটিজিএম) ছোড়ার মহড়া দিয়েছে। অন্য দিকে অধিকৃত জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছের এলাকাগুলোতে সতর্কতা কয়েকগুণ বাড়ানো হয়েছে বলে জানা গেছে। এ দিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছেন, দেশের সেনাদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দেয়ার দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কারণ তিনি পুরনো মডেলের মিগ-২১ জঙ্গিবিমান পাকিস্তানের অত্যাধুনিক এফ-১৬ জঙ্গিবিমানের মোকাবেলা করতে পাঠিয়েছেন। এ দিকে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ভারতের সাথে তার দেশের চলমান উত্তেজনা প্রশমনে ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাবে পাকিস্তান। খবর এনডিটিভি, ইন্ডিয়া টুডে ও ডন নিউজ এর। 

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাঁচ দিন ধরে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গুলিবিনিময় হওয়ায় সতর্কতা বাড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী। এ ছাড়া জম্মু ও কাশ্মিরের রাজ্য সরকার নিয়ন্ত্রণ রেখার কাছে বসবাসরত বাসিন্দাদের জীবন রক্ষায় ৪০০ বাংকার নির্মাণ করার পদক্ষেপ নিয়েছে। গত শনিবার অধিকৃত কাশ্মিরের পুঞ্চ এবং রাজৌরি এলাকায় এসব ৪০০ বাংকার তৈরির পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। অন্য দিকে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড গত শনিবার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিশাইল (এটিজিএম) ছোড়ার মহড়া দিয়েছে একটি মাঠে। মহড়া চলাকালে লাইভ ফায়ার অনুশীলন করা হয়। ভারতের পত্রিকা ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কোথায় এই মহড়া অনুষ্ঠিত হয়েছে তা অবশ্য পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিশাইল ভারী অস্ত্রসজ্জিত যেকোনো সাঁজোয়া যান ধ্বংস করতে সক্ষম। পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় বাহিনী এই মহড়া দিলো। 

সেকেলে যুদ্ধবিমানের জন্য মোদি দায়ী : রাহুল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মতো ভারতীয় বিমানবাহিনীর পাইলটরা সেকেলে যুদ্ধবিমান নিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছেন, এর জন্য আপনিই দায়ী। টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, প্রিয় প্রধানমন্ত্রী, আপনার কি কোনো লজ্জাবোধ নেই? আপনি ৩০ হাজার কোটি রুপি চুরি করে আপনার বন্ধু অনিল আম্বানিকে দিয়েছেন। কাজেই রাফায়ের যুদ্ধবিমান কেনায় বিলম্বের জন্য একমাত্র দায়ী আপনিই। 

এর আগে নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশ যদি সঠিক সময়ে রাফায়েল যুদ্ধবিমান কিনতে পারত, তবে পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক লড়াইয়ের ফল ভিন্ন হতেও পারত। ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে মিডিয়া গ্রুপের সম্মেলনে মোদি আরো বলেন, ভারতের এখন রাফায়েল যুদ্ধবিমান দরকার। ফ্রান্স থেকে তারা এ বিমান ক্রয় করতে চাচ্ছেন। উল্লেখ্য, বিরোধী দল কংগ্রেসের কাছ থেকে দুর্নীতির অভিযোগ আসার পর এ চুক্তি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

ইরানের মধ্যস্থতা করার প্রস্তাবকে স্বাগত জানাল পাকিস্তান : পাক-ভারত সীমান্ত উত্তেজনা নিরসনে ইরান মধ্যস্থতা করার যে প্রস্তাব দিয়েছিল পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর তাকে স্বাগত জানিয়েছেন। তিনি ইরানের বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, আমরা আমাদের ভ্রাতৃ ও বন্ধুপ্রতিম দেশ ইরানের কাছ থেকে এমন প্রস্তাবই আশা করেছিলাম।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়ার জারিফ গত বুধবার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সাথে টেলিফোন আলাপে বলেন, ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যকার মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধান করার ক্ষেত্রে তেহরান ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে।
জেনারেল গফুর ইরান বলেন, ভারতের সাথে তার দেশের চলমান উত্তেজনা প্রশমনে ইরান, তুরস্ক ও চীনের মতো দেশগুলো অনেক বড় ভূমিকা রাখতে পারে। এর আগে তেহরানে পাকিস্তান দূতাবাস শনিবার এক বিবৃতিতে কূটনৈতিক উপায়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে ইরানকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানায়।

পাকিস্তানের কোনো ক্ষতিই হয়নি : বিজেপির মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেছেন, ভারতীয় বিমানবাহিনীর হামলায় পাকিস্তানে কেউ নিহত হয়নি। তিনি বলেন, ‘আমরা পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি করতে চাইনি। শুধু আমাদের ক্ষমতা বোঝাতে চেয়েছি। বাড়ির পাশে বোমা ফেলে পাকিস্তানকে বুঝিয়ে দেয়া হয়েছে যে, আমরা তাদের বাড়িতেও বোমা ফেলতে পারি।


আরো সংবাদ



premium cement
জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না : শিবির সেক্রেটারি

সকল