২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রিয়ঙ্কা চোপড়ার বিরুদ্ধে পাকিস্তানিদের অনলাইন পিটিশন

প্রিয়ঙ্কা চোপড়া - ছবি : সংগ্রহ

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়ার অবস্থান নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রিয়ঙ্কা জাতিসঙ্ঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত। তাই এই সঙ্কটে তিনি নিরপেক্ষ অবস্থান না নিয়ে পাকিস্তানে ঢুকে ভারতীয় বিমান বাহিনীর হামলায় উল্লাস প্রকাশ করেছেন- তাই তাকে ইউনিসেফের পদ থেকে সরাতে সংস্থাটির বরাবর একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করছে পাকিস্তানি ইন্টারনেট ব্যবহারকারীরা।

গত বুধবার ভারতীয় বিমান বাহিনীর কিছু যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে হামলা চালায়। এতে কেউ নিহত না হলেও আহত হয়েছেন কয়েকজন বেসামরিক নাগরিক। ভারত দাবী করেছে তারা ৩০০ থেকে ৪০০ উগ্রবাদীকে হত্যা করেছে। যদিও বার্তাসংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখানো হয়েছে যে ভারতের এই দাবি অমূলক।

ভারতীয় বিমান বাহিনীর ওই হামলার পর প্রিয়ঙ্কা টুইটারে লেখেন, ‘জয় হিন্দ, ইন্ডিয়ান আর্মড ফোর্সেস’। প্রিয়ঙ্কার এই মন্তব্য নিয়েই বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তানের অনলাইন ব্যবহারকারীরা বলছেন, এর মাধ্যমে তিনি যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। তাই তার জাতিসঙ্ঘের কোন পদে থাকা উচিত নয়।

২০১০ সাল থেকে জাতিসঙ্ঘের শুভেচ্ছা দূত হিসাবে কাজ করে আসছেন তিনি। যার আওতায় পৃথিবীর বিভিন্ন জায়গায় অবহেলিত শিশুদের নিয়ে সচেতনতা তৈরি, নারীর অধিকার সুনিশ্চিত করা, তাদের কাছে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, পরিবেশ রক্ষা এবং লিঙ্গ বৈষম্যের অবসান সংক্রান্ত সামাজিক বিষয় নিয়ে কাজ করতে হয় তাকে। এসব কারণে ভারত-পাকিস্তান উত্তেজনায় প্রিয়ঙ্কা যুদ্ধবিরোধী অবস্থান না নিয়ে ভারতীয় বিমান বাহিনীর হামলায় উল্লাস প্রকাশ করেছেন বলেই খেপেছেন পাকিস্তানি নাগরিকরা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসাবে প্রিয়ঙ্কাকে সরানোর দাবি তুলে www.avaaz.org ওয়েবসাইটে পিটিশন দায়ের করেন তারা।

ইতিমধ্যে ওই পিটিশনে কয়েক হাজার মানুষ স্বাক্ষর করেছেন। তাতে বলা হয়েছে, ‘দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাধলে মৃত্যুমিছিল শুরু হবে। এতদিন ধরে যা কিছু গড়া হয়েছিল, এক মুহূর্তে সব নিঃশেষ হয়ে যাবে। ইউনিসেফ-এর শুভেচ্ছাদূত হিসাবে কোথায় নিরপেক্ষ অবস্থান নেওয়া উচিত ছিল প্রিয়ঙ্কার, শান্তির বার্তা দেওয়া উচিত ছিল। তা না করে ভারতীয় বিমান বাহিনীর গুণগান করেছেন উনি, যারা কিনা আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে এসেছিল। এর পর আর ওই পদে থাকা মানায় না প্রিয়ঙ্কার। অবিলম্বে তাকে সরানো হোক।’

গত বুধবার ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি হামলা চালায় পরস্পরের আকাশসীমা লঙ্ঘন করে। এতে ভারতের দুটি মিগ-২১ যুদ্ধবিমান ধ্বংস করে পাকিস্তান, আটক করে এক পাইলটকে। ভারতও দাবি করেছে পাকিস্তানের একটি বিমান ধ্বংসের, যদিও তারা কোন প্রমাণ দিতে পারেনি তার।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, তবে প্রিয়ঙ্কা চোপড়া এবং ইউনিসেফের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। সেনাবাহিনীতে চিকিত্সক হিসাবে কর্মরত অশোক চোপড়ার কন্যা প্রিয়ঙ্কা বলিউডের শীর্ষস্থানীয় নায়িকা।


আরো সংবাদ



premium cement