২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ডলারের লোভে উদ্বাস্তু সেজেছে তারা

পাকিস্তানে আশ্রয় নেয়া আফগান উদ্বাস্তুরা - ছবি : সংগ্রহ

পাকিস্তানের কর্তৃপক্ষ এমন ১০ হাজার পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করেছে যারা জাতিসঙ্ঘের অর্থ সহায়তা পাওয়ার লোভে আফগান উদ্বাস্তু হিসেবে তালিকাভূক্ত হয়েছে। পাকিস্তানে অবস্থানরত আফগান উদ্বাস্তুদের দেশে ফেরার জন্য জাতিসঙ্ঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন প্রত্যেককে ৪০০ ডলার করে দিচ্ছে। স্বেচ্ছা প্রত্যাবাসন বিষয়ক একটি প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেয়া হয়েছে।

আর এই অর্থের লোভেই ১০ হাজার পাকিস্তানি নাগরিক আফগান উদ্বাস্তু হিসেবে নিবন্ধিত হয়েছেন। এদের প্রায় সবাই সীমান্ত এলাকার নাগরিক-যে এলাকাগুলোতে আফগান উদ্বাস্তুদের আশ্রয় দেয়অ হয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল ডাটাবেজ এন্ড রেজিস্ট্রেশন অথরিটি(নাদরা) জানিয়েছেন, সংখ্যাটা আরো বেশি হতে পারে। তবে তারা এখন পর্যন্ত ১০ হাজার লোককে চিহ্নিত করেছে যারা আফগান উদ্বাস্তু হিসেবে নিবন্ধিত হয়েছে।

পাকিস্তান পার্লামেন্টের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বিষয়টি জানিয়েছেন, নাদরা চেয়ারম্যান ওসমান ইউসুফ মুবিন। তিনি জানান, ডিজিটাল জাতীয় পরিচয়পত্র নিতে এসে এই লোকরা ধরা পড়েছে। কারণ কম্পিউটার সিস্টেমে তাদের আইডি কার্ড স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে গেছে।

আফগান উদ্বাস্তুরা দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেই পরিবারের প্রত্যেক সদস্যের জন্য ৪০০ ডলার করে অর্থ সহায়তা দিয়েছে জাতিসঙ্ঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার। এমনকি সদ্যজন্ম নেয়া শিশুকেও বাদ দেয়া যায়নি। আর এই অর্থের জন্যই সীমান্ত এলাকার অনেক পাকিস্তানি নাগরিক উদ্বাস্তু হিসেবে নাম তালিকাভূক্ত করেছেন।

ওসমান ইউসুফ মুবিন জানিয়েছেন, পাকিস্তানে বর্তমানে নিবন্ধিত আফগান উদ্বাস্তু রয়েছে ২৪ লাখ। এর বাইরেও আরো প্রায় ১৫ লাখ অনিবন্ধিত আফগান উদ্বাস্তু বাস করছে দেশটিতে।


আরো সংবাদ



premium cement
শীতে কাহিল নীলফামারীর জনজীবন লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় নতুন দাবানল ছড়িয়ে পড়ছে পান্থপথের বহুতল ভবনের আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি আজ থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা মানিকগঞ্জে ছাত্রদের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার নোবিপ্রবিতে বিকন অব ব্রিলিয়্যান্স আয়োজন করছে ছাত্রশিবির জাতীয় স্বার্থের উপর জোর দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি : রুবিও অভিষেক ঝড়ে পাত্তাই পেল না ইংল্যান্ড শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান

সকল