২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাগবিতে দুই বিভাগেই ভরাডুবি

-

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত এশিয়া রাগবি সেভেন্স ট্রফিতে বাংলাদেশের পুরুষ দল শুধু ব্রুনাইকে হারিয়েছে। এটাই প্রথমবারের প্রাপ্তি। বাজেভাবে হেরেছে অপর তিন ম্যাচ। অপর দিকে মহিলা দল প্রথমবারের মতো অংশ নিয়ে তাইওয়ানের সাথে ড্র করে। তারাও বাকি তিন ম্যাচ বাজেভাবে হেরেছে। বলতে হয় রাগবিতে দুই বিভাগেই ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। তারপরও নতুন হিসেবে এক জয় ও এক ড্রকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাগবি ফেডারেশনের কর্তারা।
পুরুষ রাগবি দল গ্রুপ পর্বে থাইল্যান্ডের কাছে ২০-৫, আফগানিস্তানের কাছে ২১-১০ পয়েন্টে হারের পর ব্রুনাইকে ৩৫-০ পয়েন্টে পরাজিত করে। এরপর শেষ ম্যাচে উজবেকিস্তানের সাথে ১৯-১৫ পয়েন্টে পরাজিত হয়। অপর দিকে মহিলা রাগবি দল ইন্দোনেশিয়ার কাছে ৪১-০, কোরিয়ার কাছে ৪৩-৫ পয়েন্টে হারের পর চাইনিজ তাইপের সাথে ১০-১০ পয়েন্টে ড্র করে এবং শেষ ম্যাচে কাতারের সাথে ৪৪-০ পয়েন্টে পরাজিত হয়।

 


আরো সংবাদ



premium cement