২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকা আবাহনীর কোচ জাকারিয়া বাবু

-

বিদেশী কোচই নিয়োগ দেয়ার কথা শুনিয়েছিল ঢাকা আবাহনী। কিন্তু এখন পর্যন্ত বিদেশী কোচ চূড়ান্ত করতে পারেনি তারা। ফলে দেশী জাকারিয়া বাবুকে দিয়েই চলছে তাদের কোচিং। সাথে অন্য দেশী কোচিং স্টাফরা। জাকারিয়া বাবু এর আগে বিজেএমসি এবং এএফসি প্রেসিডেন্স কাপের জন্য শেখ রাসেলের কোচ ছিলেন। ২০১৬ সালে বাংলাদেশ দলে কাজ করেছেন টম সেইন্টফিটের সহকারী হিসেবে। আবাহনী যে শেষ পর্যন্ত বিদেশী কোচ আনবে এমন ইঙ্গিত মিলল ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর কণ্ঠে। আপাতত তিনি ব্যস্ত। জানান, ‘পূজা নিয়ে ব্যস্ত আমি। এরপর বিদেশী কোচ নিয়ে কাজ করব।’ লিগ চ্যাম্পিয়নরা এবার দলে টেনেছে গোলরক্ষক সোহেল, আরিফ, সুলতান আহমেদ শাকিল এবং নাইম মিয়াকে। ডিফেন্সে নাসির, চৌধুরী চলে গেলেও তারা পেয়েছে তপু বর্মণকে। সাথে ওয়ালী ফয়সাল, রায়হান, বাদশা, মামুন মিয়া, হাফিজরা আছেন। মিডফিল্ডে অভিজ্ঞ প্রাণোতোষের সাথে যোগ হয়েছেন মামুনুল। পুরনো সোহেল রানা, রুবেল মিয়া, জিতু, ফাহাদের সাথে সাইফ থেকে ফিরেছেন জুয়েল রানা। এছাড়া ফরোয়ার্ড লাইনে নাবিব নেওয়াজ জীবন, সাদ উদ্দিনের সাথে মোহাম্মদ রনি, ফয়সাল আহমেদ শীতলরা এবার আকাশি নীলজার্সিধারী গায়ে তুলবেন।


আরো সংবাদ



premium cement