২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রিয়জনের ইফতার ও দোয়া মাহফিল

-

খোশ আমদেদ মাহে রমজান। প্রতিবারের মতো এবারো নয়া দিগন্তের পাঠকপাতা ‘প্রিয়জন’-এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে ঢাকার সব প্রিয়জনের উপস্থিতিতে গত ৩১ মে শুক্রবার ফিচার বিভাগ, নয়া দিগন্ত অফিসের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। রমজানের বিশেষ তাৎপর্যপূর্ণ মর্যাদার কারণে প্রতি বছর নয়া দিগন্তের কেন্দ্রীয় প্রিয়জনের উদ্যোগে আয়োজিত হয় ইফতার ও দোয়া মাহফিল। এটা সম্ভব হয়েছিল প্রিয়জনের বিভাগীয় সম্পাদক সাহিদা শিল্পী, ফিচার ইনচার্জ আহমেদ শাহাবুদ্দীন এবং প্রিয়জনের সভাপতি এইচ এম শাফি ও সহ-সভাপতি মো: নজরুল ইসলামের একান্ত প্রচেষ্টায়।
ঘড়ির কাঁটা যখন ঠিক পৌনে ৬টা, তখন প্রিয়জনের সভাপতি এইচ এম শাফির কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয়জন সম্পাদক সাহিদা শিল্পী। সঞ্চালনের দায়িত্ব পালন করেন সহ-সভাপতি নজরুল ইসলাম। ইফতার মাহফিলের প্রধান অতিথির ছিলেন নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন। এ ছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন নয়া দিগন্তের ইউনিট চিফ আমির হামযা, প্রিয়জন সদস্য হাসিনা মমতাজ, কবি ফজলুল হক, শওকত আলী রতন, রাজু ইসলাম, সোয়েব পাটোয়ারী, অ্যাডভোকেট রফিক, প্রিয়জন মাকসুদা রফিক লাভলী, প্রিয়জন শিমুল, অ্যাডভোকেট মতিনুর রহমান বাবর, এমদাদুল হকসহ আরো অনেকে। সূচনা বক্তব্যে মো: নজরুল ইসলাম রোজার তাৎপর্য তুলে ধরেন। প্রধান অতিথি বলেন, রমজান শুধু একটি মাস নয়, এটি হলো পার্থিব জীবনের পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি পাওয়ার এক দুর্লভ সুযোগ, যা আল্লাহর প্রদত্ত এবং পরকালের বিশ্ববাসীদের নাজাত বা জান্নাত লাভের পথ সুগম করে।
পরিশেষে বলা যায়, কেন্দ্রীয় প্রিয়জনের ইফতার মাহফিল, দূর-দূরান্তের প্রিয়জনের উপস্থিতি, অতিথিদের সরব ও আন্তরিক উপস্থিতিতে সুন্দরভাবে সম্পন্ন হয়। সবাইকে কেন্দ্রীয় প্রিয়জনের পক্ষ থেকে অভিনন্দন।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল