২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`
করোনা ভাইরাস

বড়পুকুরিয়া কয়লা খনির ৫ চীনা কর্মকর্তা নিবিড় পর্যবেক্ষণে

- ছবি : নয়া দিগন্ত

করোনা ভাইরাস মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

ছুটি শেষে সম্প্রতি বড়পুকুরিয়া কয়লা খনিতে চীন থেকে ফিরে আসা পাঁচ চীনা কর্মকর্তাকে গত ১১ দিন ধরে খনি অভ্যন্তরে নিজস্ব হাসপাতালে (আইসোলেশনে) আলাদাভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি/এক্সএমসির অধীনে চীনের প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। তারা সম্পূর্ণ ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে হওয়ায় তাদের ছুটিসহ যাবতীয় বিষয়াদি দেখাশোনা করে ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি/এক্সএমসি। ছুটি শেষে চীনের সুজু সিটি থেকে গত ২০ জানুয়ারি ওই ৫ কর্মকর্তা/কর্মচারী খনিতে ফিরে আসলে তাদের কাজে যোগদানের অনুমতি না দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় খনির ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, সম্প্রতি চীন থেকে আসা পাঁচ চীনা কর্মকর্তাকে কয়লা খনির অভ্যন্তরের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানকার চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন। সংশ্লিষ্টরা বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ে অবগত করেছেন। তবে তাদের মধ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।

তিনি আরো জানান, সাধারণত করোনা ভাইরাস কারো শরীরে প্রবেশ করলে দুই সপ্তাহ পর লক্ষণ বোঝা যায়, তাই সে সময় পর্যন্ত তাদেরকে এই পর্যবেক্ষণে রাখা হবে। এর মধ্যে লক্ষণ দেখা দিলে তাদেরকে সাথে সাথে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে। এজন্য দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগের সকল ধরণের প্রস্তুতি রয়েছে ।

এদিকে বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম সাংবাদিকদের জানান, খনিতে ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি/এক্সএমসির অধীনে চীনা কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেন। তাই তাদের যাবতীয় বিষয়াদি দেখাশোনা করেন ঠিকাদারী প্রতিষ্ঠান। ছুটিতে গেলে বা ফেরত আসলে খনি কর্তৃপক্ষকে অবগত করা হয় না। তাই বিষয়টি তার জানা নেই।

অপরদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্তাবধায়ক প্রকৌশলী মো. ফজলুল হক এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রায় ৭০ থেকে ৮০ জন চীনা শ্রমিক কর্মচারী কাজ করেন। আপাতত তাদের নিজ দেশে যাওয়া আসা বন্ধ আছে। এদের কারো মাঝে করোনা ভাইরাসের কোন লক্ষণ দেখা যায়নি।

তিনি আরো জানান, তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় আছে। করোনা ভাইরাস প্রতিরোধে কর্মরত চীনা শ্রমিকদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটির জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
রংপুরে কুয়াশার মধ্যেও জীবিকার লড়াই চলছে জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি বেরোবিতে পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস : তদন্ত কমিটি গঠন উত্তর কোরিয়ার সাথে ট্রাম্পের আলোচনার ইচ্ছাকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বিরোধী দল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি এ কে এস খান ফার্মাতে ডেনমার্কের ১২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ উপায় না পেয়ে স্বজনদের আশ্রয়ে আছে শহিদ মিজানের পরিবার প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সূচকের উত্থান, চট্টগ্রামে পতন হাতিয়ায় আগুনে পুড়ে ছাই ১৪ দোকান আজ মুক্তি পাচ্ছেন দেড় শতাধিক বিডিআর সদস্য দেবীগঞ্জে বৃষ্টির মতো পড়ছে শিশির বিন্দু

সকল