২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় ট্রলিচালক নিহত

সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় ট্রলিচালক নিহত - নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় এক ট্রলিচালক নিহত হয়েছেন। নিহত ট্রলিচালকের নাম ফারুক (৪৪)। তিনি উপজেলার কামারপুকুর আবাসনের মৃত নজরুল ইসলামের ছেলে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ নামকস্থানে মঙ্গলবার সকাল ৭টার দিকে বালু উত্তোলনের কাজ করছিল একটি ট্রলি। এসময় পিছন দিকে থেকে দ্রুতগতির একটি ট্রাক সজোরে ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিচালক ফারুকের বাম হাতের কবজি কেটে আলাদা হয়ে যায়। তার সাথে থাকা ছেলে শাহিনুর ইসলাম (২০) আহত হয়।

পরে তাদেরকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফারুককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান ফারুক। অন্যদিকে আহত শাহিনুরকে সৈয়দপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।

সৈয়দপুর থানার ওসি মোঃ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement