বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ
- শেখ সাবীর আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
- ০৫ জুলাই ২০১৯, ১৬:১০
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় শ্রমিকরা।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের (২৭৫ মেগাওয়াট) উন্নয়ন কাজের স্থানীয় অভিজ্ঞ শ্রমিকরা উৎপাদন কাজে কর্মী হিসাবে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে এ আন্দোলন করে আসছেন।
আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ১৫৪ জন অভিজ্ঞ শ্রমিকের মধ্যে ২০ জন শ্রমিকদের নিয়োগের জন্য অনুমতি দেয়। এতে ওই এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী মহল নিয়োগে বাধা দিলে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে নিয়োগ বন্ধ করে দেয়।
এরই প্রতিবাদে শ্রমিকরা আজ শুক্রবার সকাল ১০টায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বিক্ষোভ মিছিল করে।
এ সময় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। আজকের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা না হলে মধ্যরাত থেকে রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা