২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`
প্রতিকার চেয়ে ডিসির কাছে লিখিত আবেদন

এনজিও আশার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

ভূক্তভোগী রাশেদ মিয়া - নয়া দিগন্ত

বেসরকারি সংস্থা এসোসিয়েশন ফর সোস্যাল এ্যাডভ্যান্সমেন্ট-আশা’র রংপুরের বাহার কাছনা শাখায় অনিয়ম, দুর্নীতি, চড়া সুদ, ফাঁকা ষ্ট্যাম্পে সইয়ের মাধ্যমে কথিত ঝুঁকিপূর্ণ অজুহাতে অসহায় হতদরিদ্র গ্রাহকদের ঋণ না দেয়া, ভয়ভীতি দেখিয়ে ভিটে মাটি ছাড়তে বাধ্য করাসহ বিভিন্ন কায়দায় গ্রাহকদের হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টির প্রতিকার চেয়ে ওই শাখায় হয়রানির শিকার গ্রাহকরা ডিসির কাছে লিখিত আবেদন করেছেন।

ডিসির কাছে দেয়া লিখিত অভিযোগ এবং সরেজমিন অনুসন্ধানে রংপুর মহানগরীর ৯নং ওয়ার্ডের তকোয়ারপাড় এলাকার মৃত আনারুল ইসলামের পুত্র পত্রিকা হকার রাশেদ মিয়া জানান, গত ২৫-০২-২০১৯ তারিখে সৌরভ ভূমিহীন মহিলা সমিতির আওতায় ঋণ সদস্য (নং-২৩৮৬৯) হিসেবে আশা এনজিওতে ভর্তি হয়ে পত্রিকা হকারির ক্ষুদ্র ব্যবসা চালু করি। এরপর থেকে আশার সকল প্রকার নিয়ম কানুন মেনে সঞ্চয় প্রদান, ফাঁকা ষ্ট্যাম্প ও ফাঁকা চেকের পাতায় সই দিয়ে ঋণ গ্রহণ করে নিয়মিত ঋণ পরিশোধ করে আসতেছি।

তিনি বলেন, নিয়মানুযায়ী ঋণের টাকা শোধ হওয়ার পর এপ্রিল মাসে আমি আবারও ঋণের জন্য বলি। কিন্তু মাঠ কর্মি নাহিদা পারভীন ও শাখা ব্যাবস্থাপক ইজাজুল ইসলাম আমাকে ঋণ দেয়ার কথা বলে টালবাহনা শুরু করেন। ম্যানেজার ও মাঠকর্মীর দাবি অনুযায়ী আমি স্থানীয় ৪ জন গণ্যমান্য বক্তি নুর ইসলাম, মেজবাহুর রহমান, আজিজুল ইসলাম, আইনুল ইসলামকে গ্যারান্টার হিসেবে অফিসে নিয়ে যাই। কিন্তু তারা এসব গ্যারান্টারকে গ্রহণ করেনি।

রাশেদ আরো জানান, আমি দীর্ঘদিন থেকে পত্রিকার হকারি করে আমার মাকে নিয়ে জীবন যাপন করি। কিন্তু ঋণ না দেয়ায় আমার পত্রিকা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আশার সকল নিয়ম কানুন আমি মেনে চলছি। কিন্তু তারা কেন আমাকে ঋণ না দিয়ে পথে বসাতে চাইছে বিষয়টি আমার বোধগম্য নয়। আমি বিচার চেয়ে ডিসির কাছে লিখিত আবেদন করেছি।

এ ব্যপারে আশার সৌরভ ভূমিহীন সমবায় সমিতির সভানেত্রী চমন আরা জানান, রাশেদ আমার ভালো সদস্য। ও সব সময় ঠিক সময়ে কিস্তি দিয়েছে। আমিও আবারও তাকে ঋণ দেয়ার জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু অফিস দেয়নি। এখানে আমার করার কিছু নেই।

ওই শাখার আওতাধীন শহিদুল ইসলামের স্ত্রী আফরোজা বেগম জানান, আমি গত ১০ বছর আগে আশা এনজিওতে সদস্য হয়েছিলাম। সদস্য হওয়ার পর থেকে আমি নিয়মিত সঞ্চয় প্রদান, ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ করি। এপ্রিল মাসে অফিসে গিয়ে ঋণের ফরম পূরণ করি।

এর কিছুদিন পর মাঠ কর্মী নাহিদা পারভিন আমাকে অফিসে যেতে বলেন। আমি অফিসে যাই। বেশ কয়েকদিন পর অফিস থেকে আমাকে জানিয়ে দেয়া হয় তারা আমাকে ঋণ দিতে পারবে না। আমি ঋণ না পাওয়ার কারণ জানতে চাইলে তারা কোনো কারণ জানাতে বাধ্য নয় বলে আমাকে জানায়। এরপর আমার ফাঁকা চেকের পাতা ও সঞ্চয় ফেরত চাইলে অনেক হয়রানির পরে তা আমি ফেরত পাই।

তিনি জানান, বিষয়টি নিয়ে আমার স্বামী ম্যানেজারের সাথে কথা বললে তিনিও পাত্তা দেননি। ওই টাকা নিয়ে আমার বাড়ি করার কথা ছিল। এখন সব নষ্ট হয়ে গেলো। আমার আর বাড়ি করা হলো না। এভাবে গ্রাহকদের কেন হয়রানি করছে, এটা আমার বোধগম্য নয়। আমি ঋণের টাকার ব্যবস্থা করার জন্য ডিসির কাছে আবেদন করেছি।

আরেক সদস্য ডা. নামজাদ হোসেন জানান, আশার বাহার কাছনা শাখার ম্যানেজার এবং মাঠ কর্মীরা সাধারণ মানুষের সাথে কসাইয়ের মত আচরণ করেন। এদের কাছে যারা ঋণ নিতে যায়, তাদের আর্থিক দূর্বলতার কারণে তাদেরকে এরা পিষে মারে। আর কথায় কথায় ঝুকিপূর্ণ বলে অনেক ভালো সদস্যের ঋণ বন্ধ করে দিয়েছে।

সরেজমিনে এলাকাবাসী জানিয়েছেন, ওই শাখা থেকে ঋণ নিয়ে আসমানী বেগম নামের এক গ্রাহক ঋণ পরিশোধ করেও নতুন ঋণ না পাওয়ায় পুঁজি হারিয়ে মনের দুঃখে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন।

এ ব্যাপারে আশার বাহার কাছনা শাখায় কথা বলতে গেলে, শাখা ব্যবস্থাপকের উপস্থিতেই অফিসের মাঠ কর্মী আনোয়ারা বেগম সাংবাদিক পরিচয় পেয়ে উত্তেজিত হয়ে উঠেন। তিনি বলেন, আমরা যা করবো তাই সবাইকে মেনে নিতে হবে। এসময় মাঠকর্মী আনোয়ারা বেগম বলেন, ফাঁকা ষ্ট্যাম্প এবং ফাঁকা চেকের পাতা নেয়া আমাদের অফিসের নিয়ম। সেই নিয়ম আমরা ফলো করছি। এখানে কারো করার কিছু নেই। বরং লোন না দেয়ায় সদস্য আফরোজার স্বামী শহিদুল তার পিকআপ দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। এ বিষয়ে থানায় কোনো জিডি করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান, করা হয়নি।

আশার বাহার কাছনা শাখার ব্যবস্থাপক ইজাজুল ইসলাম জানান, ঝূঁকিপূর্ণ হওয়ায় রাশেদ ও আফরোজাসহ অনেককে ঋণ দেয়া হয়নি। অফিসের নিয়মের বাইরে যাওয়ার কোনো অপশন নাই আমার।

এ ব্যাপারে জেলা প্রশাসক এনামুল হাবীব জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অসহায় দরিদ্রদের উপকারের জন্যই এনজিও কাজ করছে। কিন্তু তাদের দ্বারা যদি কেউ হয়রানির শিকার হয়, তাহলে কেউ পার পাবে না।


আরো সংবাদ



premium cement
জনগণ আর কোনো অপশক্তিকে মেনে নেবে না : নূরুল ইসলাম বুলবুল চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আঞ্চলিক সংযোগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন ইস‍্যুতে বিএনপির সাথে সন্দেহ ও টানাপোড়েন সিরাজগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে কম্বল বিতরণ ‘অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন’ ভারত আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিয়েছে : ডা. তাহের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নজরুল ইসলামকে রংপুরে বদলি ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো শিবিরের প্রকাশনা উৎসব সাবেক মন্ত্রী মোজাম্মেলের নাতি গ্রেফতার আমতলীতে একই গ্রামে ৪টি ইটভাটা হুমকিতে জীববৈচিত্র্য ও ফসলি জমি ডুমুরিয়ায় প্রশাসনের ভেঙে দেয়া ইটভাটা ৩ দিনের মাথায় চালু!

সকল