তাড়াশে ইভটিজিংয়ের দায়ে ৪ বখাটে আটক
- তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ০৮ মার্চ ২০২০, ১৮:৩৮
সিরাজগঞ্জের তাড়াশে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে চার বখাটেকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন এসএসসি পরীক্ষার্থী ও একজন ভ্যান চালক রয়েছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীর মা থানায় এসে অভিযোগ করেন, তার মেয়েকে বেত্রাশীন গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মো: রাকিব হোসেন (১৭) স্কুলে যাবার পথে প্রায়ই উত্যক্ত করতো। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে জানানো হলেও তার কোনো প্রতিকার হয়নি।
শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে ওই স্কুল ছাত্রী বাড়ি থেকে কোচিংয়ে যাবার পথে রাকিব হোসেন ও তার তিন সহযোগী কাস্তা গ্রামের মো: জাহের আলীর ছেলে মো: নাছিম উদ্দিন (১৭), সাহেব আলীর ছেলে মো: আব্দুল জব্বার (১৫) ও মৃত: এন্তাজ আলীর ছেলে ভ্যান চালক মো: বাবুল আক্তারকে (১৮)সাথে নিয়ে মেয়েটির পথরোধ করে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজী না হলে মেয়েটির হাত ধরে টানাটানি শুরু করলে সে চিৎকার করে। এলাকাবাসী এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে বখাটেদের আটক করে ৯৯৯ ফোন করেন। পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের থানায় নিয়ে আসেন।
মেয়েটির মা তাড়াশ থানায় ৪ জনকে আসামি করে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন। তাড়াশ থানার মামলা নং ৪।
উল্লেখ্য, গত বছর ওই স্কুলে বখাটেদের উৎপাতে ১০ জন স্কুলছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পরে প্রশাসনের সহযোগিতায় তারা পুণরায় স্কুলে যাওয়া শুরু করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা