বিনামূল্যে স্কুল ড্রেস পেল শতাধিক শিক্ষার্থী
- ভোলা সংবাদদাতা
- ২৩ জানুয়ারি ২০২০, ১৭:০২
ভোলার দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিরতণ করেছেন সাবেক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম নাজেম।
প্রধান শিক্ষক দ্বীপক হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কর্নেল (অব:) মো: ফরিদ উদ্দিন, স্থানীয় কমিটির সভাপতি আবু তাহের হাওলাদার, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী-অভিভাবকরা উপস্থিত ছিলেন।