বিএনপি'র জনসভায় ১৪৪ ধারা জারি
- ঠাকুরগাঁও সংবাদদাতা
- ২৩ জানুয়ারি ২০২০, ১৩:৫৫, আপডেট: ২৩ জানুয়ারি ২০২০, ১৪:০১
ঠাকুরগাঁওয়ে বিএনপি'র পূর্বঘোষিত জনসভায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বৃহষ্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯নং বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাঁহ মাঠে দলীয় সম্মেলন করার কথা ছিল বিএনপির। কিন্তু একই স্থানে একই সময়ে পাল্টা কর্মী সমাবেশ করার ঘোষণা দেয় স্বেচ্ছাসেবক লীগ। এতে উভয়পক্ষের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাবেশস্থলে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এ ব্যাপারে জেলা বিএনপির সহসভাপতি নূর এ শাহাদাৎ স্বজন বলেন, 'আমাদের সম্মেলনের তারিখ স্থান ও সময় অনেক আগেই ঘোষণা করা হয়েছে। তারপরও স্বেচ্ছাসেবক লীগ উদ্দেশ্য প্রণোদিতভাবে একই স্থানে সমাবেশ ডেকে আমাদের সম্মেলনকে বানচালের চেষ্টা করছে। আমি তাদের এমন নোংরা রাজনীতির তীব্র নিন্দা ও প্রদিবাদ জানাচ্ছি।'
এ ব্যাপারে জানতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলোর মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।