চৌগাছায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
- চৌগাছা (যশোর) সংবাদদাতা
- ১৭ জানুয়ারি ২০২০, ১৫:৫৪
যশোরের চৌগাছায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করেছে স্থানীয় যুবকরা। শুক্রবার সকালে উপজেলার সিংহঝুলি গ্রামের পশ্চিম পাড়ার যুবকরা এ সড়কটি সংস্কার করেছেন।
জানা যায়, উপজেলার সিংহঝুলি গ্রামের পশ্চিম পাড়ার সড়কের দু’ ধারে পুকুর থাকায় সেটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন যাবৎ সড়কটি দিয়ে যানবাহন, বাইসাইকেল, মটরসাইকেল, ভ্যান, গরুরগাড়ী এমনকি মানুষ পায়ে হেটেও যেতে কষ্ট হতো। এতে করে মুমূর্ষু রোগী, কৃষক, কোমলমতি স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ-জনসাধারণ ভোগান্তীর শিকার হতেন।
রহিদুল ইসলাম খান নামে এক সাংবাদিক জানান, আমরা ১৫০ জন যুবক স্বেচ্ছাশ্রমে কাজ করে সড়কটি সংস্কার করেছি। এ কাজে ৭ টি পাওয়ার টিলার ব্যবহার করা হয়েছে। পরে এলাকার মানুষের দেওয়া চাল, ডাল আর গোশত দিয়ে যুবকদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা