নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী আটক
- পোরশা (নওগাঁ) সংবাদদাতা
- ১৬ জানুয়ারি ২০২০, ১৫:৪০
নওগাঁর পোরশা হাঁপানিয়া সীমান্তে ভারতের অভ্যন্তরে হাসিমুদ্দিন (২৬) নামে এক বাংলাদেশীকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। তিনি সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ভোর রাতে ২৩২ নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে হাসিমুদ্দিনকে আটক করে। এসময় দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
এ বিষয়ে ১৬ বিজিবি’র হাঁপানিয়া ক্যাম্পের হাবিলদার খাইরুল ইসলাম বলেন, ‘আমি ঘটনা শুনেছি। তবে কেউ আমার কাছে সুনির্দিষ্টভাবে কিছু বলেনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা