নদীর তীর থেকে জীবিত উদ্ধার হলো নবজাতক
- নাটোর ও বাগাতিপাড়া উপজেলা সংবাদদাতা
- ২৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৩১
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল এলাকায় নদীর তীর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।শনিবার দুপুরে বড়াল নদীর তীর থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে স্থানীয় কয়েকজন যুবক বড়াল নদীর তীরে ঘুরতে গিয়ে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। শব্দ ধরে এগিয়ে গিয়ে নদীর তীরে তারা ঐ নবজাতককে পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ গিয়ে নবব্জাতককে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, নবজাতকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। নবজাতকটিকে দেখতে হাসপাতালে সাধারণ মানুষের ব্যাপক ভীড় জমলেও তার কোন স্বজনের হদিস মেলেনি।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল মতিন বলেছেন, হাসপাতালের একজন নার্সের তদারকিতে তার দেখভাল করা হচ্ছে। কে বা কারা নবজাতককে নদীর তীরে ফেলে রেখে গেছে তা-ও অনুসন্ধান করে জানার চেষ্টা চলছে।