২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়া জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি মজনু, সম্পাদক রিপু

- নয়া দিগন্ত

বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মজিবর রহমান মজনু সভাপতি ও রাগেবুল আহসান রিপুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

এদিকে নতুন সভাপতি ও সম্পাদকের পাশাপাশি সহ-সভাপতি হিসেবে সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক পদে মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু এবং অর্থ সম্পাদক পদে সদ্য বিলুপ্ত কমিটির জেলা সভাপতি মরহুম মমতাজ উদ্দিনের পুত্র বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদুর রহমান মিলনের নাম ঘোষণা করা হয়।

এর আগে শনিবার সকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। এসময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে হাজার হাজার ডেলিগেট অংশ নেন। দীর্ঘ ৬ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement