০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে আরডিএ কর্মকর্তা গ্রেফতার

- নয়া দিগন্ত

বাণিজ্যিক প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) হিসাবরক্ষক রুস্তম আলীকে গ্রেপ্তার করেছে দুদক। মহানগরীর আরডিএ ভবনের সামনে থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা। দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপ-পরিচালক মো: আল-আমিন, নাজমুল হোসাইন ও আদালত পরিদর্শক আমির হোসাইন এ অভিযান চালান।

দুদক জানায়, গত ২ অক্টোবর আরডিএ’র সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনকে আসামি করে একটি মামলা করে দুদক। মামলায় আরডিএ’র চেয়ারম্যান ও হিসাবরক্ষক ছাড়াও আরও দুজন কর্মকর্তা ও ছয়জন প্লট গ্রহীতাকে আসামি করা হয়।

মামলার অভিযোগ- ২০০৫ সালে পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে আরডিএ’র চন্দ্রিমা আবাসিক এলাকার ২৩ কাঠার ৮টি বাণিজ্যিক প্লট বরাদ্দ করা হয়। যাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেন আরডিএ’র তৎকালীন চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা। অভিযোগ ওঠার পর থেকে দুদক দীর্ঘ অনুসন্ধান শেষে মামলাটি দায়ের করে।

এ ব্যাপারে উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। তবে সোমবার হিসাবরক্ষক গোপনে অফিসে এসেছেন এমন খবরে আরডিএ ভবনের সামনে অবস্থান নেয় দুদক কর্মকর্তারা। অফিস শেষ করে বের হলে তাকে ভবনের সামনে থেকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত রুস্তম আলীকে নগরীর রাজপাড়া থানায় রাখা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement
নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান, হতে চান কোচ ৭ জেলায় আংশিক ও মেহেরপুরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা বিএনপির ইউক্রেনে যুদ্ধবিরতির পর নির্বাচন চায় যুক্তরাষ্ট্র সন্ধ্যায় যুক্তরাষ্ট্র রওনা হবেন মির্জা ফখরুল-আমীর খসরু জুলাই গণঅভ্যুত্থানে আহতদের শ্যামলীতে সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয় : উপদেষ্টা আসিফ শ্রীলঙ্কায় ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যহ্রাস পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় কিশোরসহ নিহত ৫ আকাশ মেঘলা থাকতে পারে বান্দরবানের লামায় ৭ শ্রমিককে অপহরণ বাঁশ দিয়ে রাস্তা আটকে দিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

সকল