২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে আরডিএ কর্মকর্তা গ্রেফতার

- নয়া দিগন্ত

বাণিজ্যিক প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) হিসাবরক্ষক রুস্তম আলীকে গ্রেপ্তার করেছে দুদক। মহানগরীর আরডিএ ভবনের সামনে থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা। দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপ-পরিচালক মো: আল-আমিন, নাজমুল হোসাইন ও আদালত পরিদর্শক আমির হোসাইন এ অভিযান চালান।

দুদক জানায়, গত ২ অক্টোবর আরডিএ’র সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনকে আসামি করে একটি মামলা করে দুদক। মামলায় আরডিএ’র চেয়ারম্যান ও হিসাবরক্ষক ছাড়াও আরও দুজন কর্মকর্তা ও ছয়জন প্লট গ্রহীতাকে আসামি করা হয়।

মামলার অভিযোগ- ২০০৫ সালে পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে আরডিএ’র চন্দ্রিমা আবাসিক এলাকার ২৩ কাঠার ৮টি বাণিজ্যিক প্লট বরাদ্দ করা হয়। যাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেন আরডিএ’র তৎকালীন চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা। অভিযোগ ওঠার পর থেকে দুদক দীর্ঘ অনুসন্ধান শেষে মামলাটি দায়ের করে।

এ ব্যাপারে উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। তবে সোমবার হিসাবরক্ষক গোপনে অফিসে এসেছেন এমন খবরে আরডিএ ভবনের সামনে অবস্থান নেয় দুদক কর্মকর্তারা। অফিস শেষ করে বের হলে তাকে ভবনের সামনে থেকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত রুস্তম আলীকে নগরীর রাজপাড়া থানায় রাখা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement
বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডি-৮ সম্মেলনে ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্যের জন্য প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ ইতিহাস গড়তে ভোরে মাঠে নামছে বাংলাদেশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাশিয়ায় উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা বাংলাদেশের শিক্ষা উন্নয়নে জাপানের অনুদান বাংলাদেশকে ৬৮৫ বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি এক বছরে বায়ুদূষণ নিয়ন্ত্রণ অসম্ভব : পরিবেশ উপদেষ্টা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আধুনিকায়ন হচ্ছে সব জাদুঘর

সকল