২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুল ছাত্রী নিহত

- ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপা আক্তার নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় অপর স্কুল ছাত্রী সুমাইয়া ও তার বাবা আব্দুল মান্নান (৪৮) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে রাণীনগর উপজেলার আবাদপুকুর- পতিসর রাস্তার গুয়াতা নামক স্থানে।

নিহত স্কুল ছাত্রী আমিরপুর গ্রামের রিপন সরদারের মেয়ে। সে গুয়াতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী । আহত সুমাইয়া একই স্কুলের ৭ম শ্রণির ছাত্রী ।

গুয়াতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব পাল বলেন, এদিন সকালে আব্দুল মান্নান সরদার তার মেয়ে সুমাইয়া ও ভাতিজি রিপা আক্তারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে গুয়াতা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। এসময় আবাদপুকুর-পতিসর রাস্তার গুয়াতা নামকস্থানে পৌঁছলে সামনে থেকে আসা বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয় । এতে আহত অবস্থায় সবাইকে স্থানীয়রা নওগাঁ হাসাপাতালে ভর্তি করালে তার একটু পরেই রিপা আক্তার মারা যায় । এঘটনায় স্থানীয় লোকজন ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায় ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement