২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

তাড়াশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

তাড়াশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ - নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির বৈঠককে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে তাড়াশ থানা গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও উপজেলা বিএনপির দলীয় সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর তাড়াশ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি নিয়ে তাড়াশে বিএনপির দলীয় নেতা-কর্মীদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দেয়। এ নিয়ে দলটি দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে।

নতুন কমিটিকে বিতর্কিত দাবি করে আহবায়ক কমিটির বিপক্ষে অবস্থান নেয় সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর। অপরদিকে সাবেক সাধারণ সম্পাদক সরদার আফসার আলীর নেতৃত্বে পুরো দল আহবায়ক কমিটির পক্ষে অবস্থান নেয়।

মঙ্গলবার উল্লেখিত আহবায়ক কমিটির প্রথম মিটিং উপলক্ষ্যে জেলা বিএনপির নেতৃবৃন্দ তাড়াশে আসার পথে কতিপয় নেতা-কর্মী গাড়ি বহরে হামলা চালিয়ে প্রাইভেটকার ভাংচুর করে। অতঃপর নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে আসলে সেখানে পুলিশ অবস্থান নেন। পরে বাধার মুখে তারা তাড়াশ মহুরী অফিস চত্বরে মিটিংয়ে যোগ দেয়। সেখানেও কতিপয় উশৃঙ্খল কর্মী জেলা নেতৃবৃন্দদের উপর পুনরায় হামলা চালালে, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, তাড়াশ আহবায়ক কমিটির সদস্য সচিব সাঈদুর রহমান, সদস্য জিয়া রহমানসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে তাড়াশ উপজেলা বিএনপির এক গ্রুপ অন্য গ্রুপকে দায়ী করছে। এ ঘটনায় তাড়াশ সদরে উত্তেজনা বিরাজ করছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো: মোস্তাফিজুর রহমান বলেন, দুই গ্রুপের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরো সংবাদ



premium cement