রাজশাহীতে নিজ ঘর থেকে আইনজীবীর লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৫
রাজশাহী নগরীতে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার নগরীর নতুন বিলসিমলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদৎ হোসেন জানান, ওই আইনজীবীর নাম মোজাম্মেল হক (৬২)। তিনি নাটোর আদালতের আইনজীবী ছিলেন। স্ত্রীর সঙ্গে রাজশাহীর নতুন বিলসিমলা এলাকায় থাকতেন। তার স্ত্রী রাজশাহীর একটি কলেজের শিক্ষক। তারা নিঃসন্তান ছিলেন।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, বিকালে পরিবারের সাথে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেন মোজাম্মেল হক। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আইনজীবী মোজাম্মেল হকের লাশ উদ্ধার করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ময়নাতদন্ত শেষে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয় বলে জানান ওসি। সূত্র : ইউএনবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা