২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

রাবি ছাত্রী যৌন হয়রানির শিকার, ৯৯৯ ফোনে উদ্ধার

-

প্রাইভেট টিউশনি করাতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়ে ৯৯৯ ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে।

এসময় শ্যামল বনিক (৪৫) নামের এক মধ্য বয়স্ক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোর রাত ৪টার দিকে নগরীর ধরমপুর এলাকার যোযক টাওয়ারের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পরে সকাল সোয়া ৯টার দিকে ভুক্তভোগী ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আটক শ্যামল বনিক রাবির সংস্কৃতি বিভাগের শিক্ষিকা দিপিকা বনিকের ছোট ভাই ও নগরীর মতিহার থানার ধরমপুর এলাকার যোযক টাওয়ারের বাসিন্দা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, পূর্বপরিচিত হওয়ায় ওই ছাত্রী রাবির শিক্ষিকা দিপিকা বনিকের দুই মেয়েকে ধরমপুরে অবস্থিত যোযক টাওয়ারে প্রাইভেট পড়ায়। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সে প্রাইভেট পড়াতে যায়। ওই সময় শিক্ষিকা বাসায় ছিলেন না।

পড়ানো শেষ হয়ে গেলেও বাইরে বৃষ্টি না থামায় রাতে নবনিতাকে তার বাসায় থাকতে বলেন দিপিকা। পরে রাত ৪টার দিকে ওই শিক্ষিকার ভাই শ্যামল বনিক ওই ছাত্রীর রুমে গিয়ে তাকে যৌন হয়রানির চেষ্টা করে। এরপর ওই ছাত্রী ৯৯৯ এ কল দিলে পুলিশ তাকে উদ্ধার করে।

এ বিষয়ে মতিহার থানায় একটি মামলা করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

সূত্র : ইউএনবি

দেখুন:

আরো সংবাদ



premium cement