২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বগুড়ায় জামানত হারালেন জাপার সাবেক চিফ হুইপসহ ৫ প্রার্থী

-

সদ্য সমাপ্ত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে কাক্সিক্ষত ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম ওমরের। তিনি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক।

২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত হন।

তিনি লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ২ শ’ ৭১ ভোট। এ ছাড়া জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মালয়েশিয়া প্রবাসী মিনহাজ মন্ডল (আপেল) ২,৯২০ ভোট, সৈয়দ কবির আহমেদ মিঠু (ট্রাক) ৬৩০ ভোট, মুসলিম লীগের মুফতি রফিকুল ইসলাম (হারিকেন) ৫৫৪ ভোট ও কংগ্রেসের প্রার্থী মুনসুর রহমান (ডাব) ৪৫৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: মাহবুব আলম শাহ বলেন, নির্বাচনী আইন অনুযায়ী জামানত ফিরে পেতে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ ১৬ হাজার ৭৩৪ ভোট পেতে হতো। সে হিসেবে সোমবারের নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের ১৪১টি কেন্দ্রে মোট ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৭০ ভোট। সে হিসেবে নির্বাচিত প্রার্থী বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো: সিরাজের প্রাপ্ত ভোট ৮৯ হাজার ৭ শ’ ৪২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দলীয় জোট সমর্থিত নৌকার প্রার্থী টি জামান নিকেতার প্রাপ্ত ভোট ৩২ হাজার ২ শ’ ৯৭। তাই নির্বাচিত ও নিকটতম প্রার্থী ছাড়া অপর পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে ভোট প্রদানের শতকরা হার ৩৪ দশমিক ৫৫ ভাগ।


আরো সংবাদ



premium cement
‘দিনে দাওয়াতি কাজ করতে হবে আর রাতে আল্লাহর সাহায্য চাইতে হবে’ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রাণি ও পরিবেশের জন্য বড় হুমকি নতুন পর্যটন গন্তব্যের সন্ধান করছে সরকার : হাসান আরিফ বানারীপাড়ায় হত্যা ও প্রতারণা মামলায় গ্রেফতার ২ রাবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম ‘ট্রাম্পের সাথে অভিন্ন ক্ষেত্র খুঁজে পাবেন অধ্যাপক ইউনূস’ তাজিকিস্তানকে হারাল বাংলাদেশ ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে : মির্জা ফখরুল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন আলাল টানা দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়া প্রয়োজন’

সকল