১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

ছবিতে মেয়ের সাথে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষক আরিফুল ইসলাম - নয়া দিগন্ত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত স্কুল শিক্ষকের নাম মোঃ আরিফুল ইসলাম (৩৬)। তিনি উপজেলার মন্ডতোষ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দিয়ারপাড়া গ্রামের তাজুল ইসলামের পুত্র ও সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

নিহত স্কুল শিক্ষক আরিফুল দুই কন্যা সন্তানের জনক। তার স্ত্রী মিতা স্কুল শিক্ষিকা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী দিয়ারপাড়া গ্রামের স্বপন ও সবুজ জানান, আরিফুল ইসলাম শুক্রবার রাত ১২টার দিকে নিজ বাসায় কম্পিউটারে কাজ শেষে কয়েকজন বন্ধুর সাথে টেবুনিয়া-বাঘাবাড়ি মিনি বিশ্ব রোডের দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাড়িয়ে কথা বলছিলেন। এমন সময় পাবনা থেকে ফরিদপুরগামী সিলভার লাইনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তার বাম হাত দেহ থেকে প্রায় বিছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।

তারা আরো বলেন, তাৎক্ষণিক তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার আর অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতারে রেফার করে। পরে রাত ১টার দিকে পাবনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্কুল শিক্ষক আরিফুলের নামাজে জানাজা শনিবার বাদ আছর দিয়ারপাড়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাকে দিয়ারপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই যুদ্ধ বন্ধ করবেন, আশা জেলেনস্কির হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সচিব, কে এই ক্যারোলিন? হারলেও বিপুল অর্থ পেলেন টাইসন দেশ টিভির এমডি গ্রেফতার ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন

সকল