ভোট বর্জন করলেন হিরো আলম
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৭, আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১৭:৪২
হামলা ও মারধরের অভিযোগে ভোট বর্জন করেছেন হিরো আলম। বগুড়া-৪ আসনের এই স্বতন্ত্র প্রার্থী রোববার দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন।
বগুড়-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। রোববার ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভোট বর্জন করেন তিনি।
হিরো আলম বলেন, আমাকে এত ভয়ের কী আছে। আমি তো কারও ক্ষতি করিনি। জনগণ যদি আমাকে পছন্দ না করেন ভোট দিবেন না। সন্ত্রাসীরা আক্রমণ করবে কেন?
তিনি বলেন, সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হঠাৎ করেই একদল দুর্বৃত্ত হামলা করে এবং মারধর করে। এ জন্যই আমি ভোট বর্জন করেছি।
তিনি সাংবাদিকদের আরো বলেন, সকাল ১১টার সময় কয়েকটি কেন্দ্রে গিয়ে শুনি ব্যালট শেষ। লোকজন বাইরে দাড়িয়ে আছে, ভোট দিতে পারছে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা