২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

নেপালে সবজি, মাছ রপ্তানি করতে পারে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নেপালে সবজি, মাছ রপ্তানি করতে পারে বাংলাদেশ : প্রধানমন্ত্রী - ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, নেপালে সবজি ও মাছ রপ্তানি করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ সফরে থাকা নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গেওয়ালির সাথে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

‘আমি সবসময়ই ভারতের মধ্যে দিয়ে নেপালে ট্রানজিট দেয়ার কথা বলে আসছি,’ যোগ করেন তিনি।

বিদ্যুত খাতে সহযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত ত্রিপক্ষীয় উদ্যোগে মাধ্যমে নেপালে জলবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করতে পারে। যাতে বাংলাদেশও নেপাল থেকে বিদ্যুত কিনতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ভারত থেকে বিদ্যুত কিনছে।

শেখ হাসিনা বলেন, নেপালসহ প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশ সবসময় সহযোগিতার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আসছে।

প্রধানমন্ত্রী বলেন, নেপাল ও ভুটান আমাদের চট্টগ্রাম, মংলা এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে।

বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল (বিবিআইএন) উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা স্থলসীমা বেষ্টিত দেশের সমস্যাগুলো বুঝতে পারি।’

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নেপালের সমর্থন দেয়ার করার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

সভায় প্রদীপ কুমার গেওয়ালি বলেন, বাংলাদেশ-নেপালের মধ্যকার দ্বিপাক্ষীক সম্পর্ককে নেপাল নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়।

এ বিষয়ে উভয়দেশের ভাবনা একই উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করতে চাই।’

বাংলাদেশের দ্রুত আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্ষম ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন প্রদীপ কুমার গেওয়ালি।

বাংলাদেশ সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন নেপালের এ মন্ত্রী।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বনশিন্দর মিশরা এ সময় উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।


আরো সংবাদ



premium cement
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একুশের চেতনারই ফসল : কাদের গনি চৌধুরী অধিকৃত পশ্চিম তীরে বড় অভিযানের নির্দেশ দিলেন নেতানিয়াহু তাহেরীর উস্কানিতে পুলিশের ওপর হামলাকারী রিয়াজ গ্রেফতার দর্শনায় উদ্ধারকৃত ৬টি বোমা নিষ্ক্রিয় করল র‌্যাব ইউক্রেনকে আর অর্থ দেবে না যুক্তরাষ্ট্র ফেনীতে ‘আমার জেলায় আমি সেরা, সিজন-৩’ গ্র্যান্ড ফাইনাল দেশে ফিরলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ইরানের সাথে সমন্বয় ও প্রচেষ্টা জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : কাতারের আমির দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সকল