০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

ঘুমের মধ্যেও আমি বাবার শেষ সময়ের দুঃখগুলো দেখতে পাই : ইশরাক

- নয়া দিগন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, সদ্য সমাপ্ত সিটি নির্বাচনে আমাদের অর্জন কম নয়। আমরা নগরবাসী ও দেশবাসীকে বোঝাতে সক্ষম হয়েছি যে আজকে আর তাদের কোনো মৌলিক অধিকার নেই। বুধবার (৫ ফেব্রুয়ারি) গুলশান-১ এর ইমানুয়্যেল কনভেনশন সেন্টারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের অনিয়ম, দখলদারিত্ব, হামলা, হয়রানিসহ নানা চিত্র বিস্তারিতভাবে জাতির সামনে তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আওয়াল।

বাবা সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে ইশরাক বলেন, আমি ঘুমের মধ্যেও আমার বাবার শেষ সময়ের দুঃখগুলো দেখতে পাই। তারপরও আমি প্রতিদিন সকালে উঠে হাসিমুখে টানা ২১ দিন নির্বাচনী প্রচারণা চালিয়েছি। ৬০০ কিলোমিটার পথ হেঁটেছি। আমরা ধানের শীষের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি করতে পেরেছিলাম। এগুলো দেখে ক্ষমতাসীনরা নানা কূটকৌশলের আশ্রয় নেয়ার চেষ্টা করেছে। সকল কিছুতে ব্যর্থ হয়ে নির্বাচনের দিন তারা ভোট কেন্দ্রগুলো সকাল সকাল দখল করেছে।

ইশরাক বলেন, আমি কথা দিয়েছিলাম জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেয়ার এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুষ্ঠু পরিবেশ তৈরি করার। আমি এবার ব্যর্থ হয়েছি, সফল হতে পারিনি। তিনি বলেন, সিটি নির্বাচনে নগরবাসীর সাথে অন্যায় করা হয়েছে, তাদের সাথে প্রতারণা করা হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরুর সাথে সাথে আমাদেরকে নানাভাবে বাধা দেয়া হচ্ছিল। কিন্তু কোনো বাধায় আমাকে দমাতে পারেনি।

বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, দিনশেষে ক্ষমতাসীন দলের কাজে আমি হতাশ হয়েছি। আবার একটি আশা ছিল, তারা হয়তো জনগণের ভাষা বুঝতে পারবে। ভবিষ্যতের কথা চিন্তা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। ভেবেছিলাম তারা (আওয়ামী লীগ) গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ নেবে, কিন্তু তারা আবারও দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিল।

তিনি বলেন,‘সবশেষে বলতে চাই, আমাদের অর্জন কম নয়। আমরা নগরবাসী দেশবাসীকে বোঝাতে সক্ষম হয়েছি যে তাদের মৌলিক অধিকার আজকে আর নেই। আমি আশা করি দেশবাসী তার অধিকার রক্ষার জন্য আবারও সোচ্চার হবে। আমি সেই দিনটির অপেক্ষায় রইলাম।’


আরো সংবাদ



premium cement
সস্ত্রীক সাবেক ডিএমপি কমিশনার ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা ব্রাহ্মণবাড়িয়ায় এক বছরে মাদকসহ ১৪৭ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার ৫৪ ধারায় গ্রেফতারের বিধানের সংস্কার চায় জনগণ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুদকের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৪ প্রসিকিউটর নিয়োগ সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০ চক্রান্ত আবার শুরু হয়েছে : মির্জা ফখরুল সিজেএফবি অ্যাওয়ার্ড পেলেন জনপ্রিয় রক-শিল্পী ইকবাল আসিফ জুয়েল যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে : রাষ্ট্রপতি গাজার জনসংখ্যা কমেছে ৬ শতাংশ : রিপোর্ট

সকল