নয়াপল্টনে নেমেই স্লোগান দিলেন ইশরাক
- অনলাইন প্রতিবেদক
- ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৬, আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৯
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আজ বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল সমর্থনে রাজধানীর নয়াপল্টনে ধীরে ধীরে জড়ো হয় দলটির শীর্ষ নেতাকর্মীরা। দুপুর ১২টার সময় বিক্ষোভে অংশ নেয়ার জন্য নয়াপল্টনে আসেন বিএনপির মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইশরাক হোসেন। গাড়ি থেকে নেমেই স্লোগান দিতে শুরু করেন, 'প্রহসনের নির্বাচন মানি না মানবো না।'
ইশরাক পরে নেতা-কর্মীদের সাথে মাটিতে বসে পড়েন। তিনি নেতা-কর্মীদের নিয়ে সামনের সারি থেকে স্লোগান তুলেন। এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরানা পল্টন এলাকা।
সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সহ অঙ্গসংগঠনের অনেক নেতা-কর্মী। পরে পুলিশের অনুরোধে বিএনপি নেতা-কর্মীরা পার্টি অফিসের ভিতরে ঢুকে যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা