২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কেন্দ্রে ভোটারের চেয়ে কর্মকর্তার সংখ্যা বেশি

রাজধানীর একটি ভোটকেন্দ্রে অলস সময় কাটাচ্ছেন পুলিশ ও আনসার সদস্যরা - নয়া দিগন্ত

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রধান দুইদলের পক্ষ থেকে আসছে নানা অভিযোগ ও পাল্টা অভিযোগ। বিএনপি প্রার্থীদের নানা অভিযোগের জবাবে আওয়ামী লীগের প্রার্থী ও নেতারা দাবি করছেন ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। তবে বাস্তব চিত্র বলছে, ভোটকেন্দ্রগুলোতে ভোটারের চেয়ে নির্বাচন কর্মকর্তা, পুলিশ ও আওয়ামী লীগ প্রার্থীদের এজেন্টের সংখ্যাই বেশি। কেন্দ্রগুলোর বাইরে নৌকার ব্যাজ পরিহিত মানুষ ভিড় করে আছে কিন্তু ভেতরে ভোটার নেই।

বিবিসির সংবাদদাতা আকবর হোসেন জানাচ্ছেন: ভোটগ্রহণের অর্ধেকের বেশি সময় পার হয়েছে। সকাল থেকে মিরপুর ও মোহাম্মদপুর এলাকার ১২টি ভোট কেন্দ্র ঘুরে দেখলাম। মিরপুর এলাকায় যতগুলো কেন্দ্রে গিয়েছি সেখানে গড়ে পাঁচ শতাংশের বেশি ভোট পড়েনি। আমার দেখা কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্রে। এখানে সাড়ে চার ঘণ্টায় ১৫ শতাংশের মতো ভোট পড়েছে।

১০০ কেন্দ্রে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপির

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম আজাদ অভিযোগ করেছেন যে, একশোটি কেন্দ্রে তাদের এজেন্টকে বের করে দেয়া হয়েছে। তারা এই অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছেন, কিস্তু এখনো কোনো ব্যবস্থা নেয়ার কথা জানতে পারেননি।

 

প্রায় ভোটারবিহীন একটি ভোটকেন্দ্র

 

কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থী ও সমর্থকদের : সিইসি

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থী ও তাদের সমর্থকদের। আমরা ভোট দেয়ার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছি বলেও দাবি করেন তিনি।

ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের করে দেয়ার বিষয়েও মন্তব্য করেন সিইসি। তিনি বলেন,‘কোনো দলের এজেন্টরা অভিযোগ করলে সেটি কেন্দ্রে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাতে হবে। আর এজেন্টদেরও সেরকম সামর্থ্য থাকতে হবে কেন্দ্রে টিকে থাকার। একজন বেরিয়ে যেতে বললেই বেরিয়ে গেলে হবে না।’ সূত্র : বিবিসি।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল