১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

প্রধানমন্ত্রী বললে মন্ত্রিত্ব ছেড়ে দেব : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের - সংগৃহীত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আগে মন্ত্রীসভায় রদবদল হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘মন্ত্রিসভা রদবদল রুটিন বিষয়, যা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সিটি করপোরেশন নির্বাচনের আগে কোনো রদবদল হবে বলে মনে হয় না। এর সম্ভবনা একেবারেই কম।’

কাদের জানান, ‘প্রধানমন্ত্রী যেকোন সময় মন্ত্রীসভায় পরিবর্তন করতে পারেন। মন্ত্রীদের দায়িত্ব পুনর্বিন্যাস করতে পারেন। তবে তাড়াতাড়ি কিছু হবে বলে আমার কাছে কোনো খবর নেই।’

সেতুমন্ত্রীকে মন্ত্রীসভা থেকে সরানো হবে কিনা জানতে চাইতে তিনি বলেন, ‘এ বিষয়টি প্রধানমন্ত্রী বলতে পারবেন। তার সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব। আমাকে মন্ত্রীত্ব ছেড়ে দিতে বললে আমিও ছেড়ে দেব।’

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement