২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বিজয় শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে বিএনপির সিনিয়র নেতারা

- ছবি : নয়া দিগন্ত

মহান বিজয় দিবসের শোভাযাত্রায় অংশ নিতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি নয়াপল্টনে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিজয় শোভাযাত্রা শুরু হবে। মগবাজারে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে বলে বিএনপি নেতারা বললেও পুলিশের সূত্র জানিয়েছে শান্তিনগর মোড় পর্যন্ত তাদের অনুমতি রয়েছে।

ইতোমধ্যেই শোভাযাত্রায় অংশ নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। নয়া পল্টনে অস্থায়ী মঞ্চে উপস্থিত আছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, হাবিবপুর রহমান হাবিব, আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু,  সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমূখ।


আরো সংবাদ



premium cement