২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

রোববার সাদেক হোসেন খোকার চেহলাম

-

আগামীকাল রোববার বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার চেহলাম অনুষ্ঠিত হবে। সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, রোববার দুপুরে আমার বাবার চেহলাম গোপীবাগে অবস্থিত 'বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা' কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বাবার রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, এলাকার বাসিন্দাগণ, গণমাধ্যমের কর্মীসহ অন্যান্য সকলকে সবিনয়ে দাওয়াত জানাচ্ছি। একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। গত ৪ নভেম্বর নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা। সকলের চোখের জলে ৭ নভেম্বর সন্ধ্যায় জুরাইন কবরস্থানে রাষ্ট্রীয় সম্মাণে তাকে সমাহিত করা হয়।


আরো সংবাদ



premium cement