০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`
কুষ্টিয়ায় আ'লীগের সম্মেলন

বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপিই যথেষ্ট : ওবায়দুল কাদের

কুষ্টিয়ায় আওয়ামী লীগের সম্মেলন - ছবি : নয়া দিগন্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। র‌্যাব পুলিশ লাগবে না, বিএনপিকে ধ্বংস করার জন্য আত্মবিনাশি, নেতিবাচিক বিএনপি নিজেই যথেষ্ট, বিএনপিকে ধ্বংস করতে আওয়ামী লীগেরও প্রয়োজন হবে না।

তিনি বলেন, আমরা র‌্যাব পুলিশ নিয়ে রাজনীতি করি না, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। আইন আদালত না মানায় বিএনপিকে জনগণের কাছে আস্থাহীনতার দিকে নিয়ে যাচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের জবাব হচ্ছে আওয়ামী লীগের ঐক্য। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে আগামীতে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে সফল করতে হবে। বিষমুক্ত রক্ত আওয়ামী লীগে সঞ্চালন করতে হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের ইসলামীয়া কলেজ মাঠে দীর্ঘ পাঁচ বছর পর উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে কুষ্টিয়া জেলা আওয়মী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথি ও কাউন্সিলরা। এরপরে জাতীয়, দলীয় ও লালনগীতি পরিবেশন করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, প্রধান বক্তার বক্তব্য রাখেন আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ জাতীয় ও স্থানীয় নের্তৃবৃন্দরা এবং জাতীয় সংসদ সদস্যরা বক্তব্য রাখেন। এছাড়াও আশপাশ জেলার দলীয় নেতাকর্মী ও এমপিরা এতে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদরউদ্দিন খান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী। সকাল থেকেই কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে হাজার হাজার নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেন। সম্মেলনকে ঘিরে পুরো কুষ্টিয়া শহর ব্যানার ফেস্টুনে বর্ণিল সাজে সেজেছে।

নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশন চলছে। এই অধিবেশন থেকে আগামী তিন বছরের জন্য কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ আরো কয়েকটি পদে নেতার নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা বলল ভারত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ কারওয়ান বাজার এলাকার শীর্ষ চাঁদাবাজ রাসেল জমাদ্দার গ্রেফতার ঢাকার হ্যাটট্রিক হার, খুলনার দ্বিতীয় জয় খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না : মুফতি সাইফুল ইসলাম শেষ নবীর খোঁজে জনকল্যাণমূলক সরকার গঠনে দেশ উপকৃত হবে : জামায়াত আমির রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের ২ ক্যাম্পের সন্ধান খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেফতার লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের

সকল