বিএনপির ৫০০ নেতাকর্মীর নামে মামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ নভেম্বর ২০১৯, ১২:২৯
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভের সময় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দলটির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। ঘটনার দিন রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করে। মামলা নম্বর ৩২। শাহবাগ থানার ওসি আবুল হাসান এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট গেটে গিয়ে সড়কে অবস্থান এবং নেতাকর্মীরা শুয়ে সড়ক অবরোধ করেন। মিছিলটির অগ্রভাগে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। হাইকোর্টের সামনে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের টিয়ারশেল ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। নেতাকর্মীরাও পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কিছু সময়ের জন্য ওই এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়।