অধিকার আদায়ে রাস্তায় নামা অসাংবিধানিক বা আইন বিরোধী নয় : নোমান
- অনলাইন প্রতিবেদক
- ২৬ নভেম্বর ২০১৯, ১৪:৪১
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, জনগনের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামাটা অসাংবিধানিক বা আইন বিরোধী নয়। আজকে রাস্তায় নামা অসাংবিধানিক নয় এবং আইন বিরোধীও নয়। জনগণ রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, দেশে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। পেঁয়াজ, চাল, তেল জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এসকল বিষয় নিয়ে আমাদের বিরোধীদলের আন্দোলন করার অধিকার আছে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করার অধিকার আমাদের আছে।
মঙ্গলবার ২৬ নভেম্বর হাইকোর্টের সামনে রাণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে আবদুল্লাহ আল নোমান বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্দ্ধগতি হয়েছে তা নিম্নগামী করুন। এবং দেশ চালাতে ব্যর্থ হওয়ার জন্য পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃনির্বাচন দিন।
এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আন্দোলন, মিছিল অবস্থান কর্মসূচি করছি। এটা সংবিধানের বহির্ভূত নয়। তাই আপনাদেরকে আহ্বান জানাব আমাদের নেতা কর্মীদেরকে বাধা না দিয়ে আমাদের কর্মসূচি পালন করতে দিন। এ সময় অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা