মায়ের কবরে শায়িত হবেন খোকা
- অনলাইন প্রতিবেদক
- ০৬ নভেম্বর ২০১৯, ১৭:৫৭, আপডেট: ০৬ নভেম্বর ২০১৯, ১৮:৩৪
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে তার মায়ের কবরেই শায়িত হচ্ছেন।
আজ বুধবার দুপুরে রাজধানীর গোপীবাগ আর কে মিশন রোডস্থ সাদেক হোসেন খোকার বাসভবনে তার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথমে সিদ্ধান্ত ছিল বাবা-মায়ের কবরের পাশেই তাকে শায়িত করা হবে, কিন্তু বাবা-মায়ের কবরের পাশে কোনো খালি জায়গা নেই। আর জায়গা পাওয়া গেছে অনেক দূরে। তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে মায়ের কবরেই তাকে শায়িত করা হবে। এছাড়া খোকা ভাইয়ের ইচ্ছে ছিল মায়ের কবরেই যেন তার কবর হয়।’
জুরাইন কবরস্থানের নিরাপত্তা দায়িত্বে থাকা আলতাফ হোসেন সরদার জানান, সাদেক হোসেন খোকার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে ওনার মায়ের কবরেই তাকে দাফন করা হবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আমরা কবর খননের কাজ শুরু করবো।
জুরাইন কবরস্থানের দুই নম্বর গেইট থেকে তিন-চারটি কবরের পরেই খোকার মায়ের কবর। এর পূর্ব-দক্ষিণে প্রায় ২০ ফুট দূরত্বে রয়েছে তার বাবার কবর।
এদিকে, খোকার লাশ নিয়ে দেশের পথে রওয়ানা করেছেন তার পরিবারের সদস্যরা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে তাদের ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিউইয়র্কে চিকিৎসাধীন থাকার পর সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে সেখানকার একটি হাসপাতালে মারা যান খোকা।
বৃহস্পতিবার লাশ দেশে পৌঁছার পর বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন মরহুমের লাশ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ১২ থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ যোহর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মরহুমের লাশ নিয়ে যাওয়া হবে এবং সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে গোপীবাগে মরহুমের নিজস্ব বাসভবনে লাশ নিয়ে যাওয়া হবে। বাদ আছর মরহুমের বাসভবন থেকে লাশ ধুপখোলা মাঠে নিয়ে যাওয়া হবে এবং সেখানে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জুরাইন কবরস্থানের তার মায়ের কবরে দাফন করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা