‘তরিকুল ইসলাম ছিলেন মজলুম জননেতা’
- ইকবাল মজুমদার তৌহিদ, যশোর থেকে
- ০৪ নভেম্বর ২০১৯, ১১:৪৮
যশোরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নানা কর্মসূচি পালন করছে। রোববার নানা আয়োজনের মধ্য দিয়ে সকাল থেকেই শুরু হয়েছে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালন।
তরিকুল ইসলামের কবরস্থানের পাশেই কারবালার মাঠে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পবিত্র কোরআন শরীফ বিতরণের আয়োজন করা হয়। উক্ত কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব দুপুর ১২ টায় এ অনুষ্ঠানে যোগ দেয়ার কথা থাকলেও সকাল থেকেই কারবালার মাঠে যশোর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন।
প্রিয় নেতার স্মরণ অনুষ্ঠানে হাজির হয়েছে হাজরো নেতাকর্মী। বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা।
এছাড়াও যশোর জেলা যুবদলের উদ্যোগে যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ডে দরিদ্রের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে জানান বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সাদস্য শামসুদ্দিন দিদার।
সাবেক কৃষকদল নেতা আনোয়ারুল কবির নান্টু নয়া দিগন্তকে বলেন, মরহুম তরিকুল ইসলাম দক্ষিনবঙ্গের এমন নেতা ছিলেন যে মওলানা ভাষানীর ভাবানুসারী ও জিয়াউর রহমানের অনুসারী হিসেবে তিনি মজলুম জননেতা হিসেবে পরিচিত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা