বাংলাদেশ ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
- নিজস্ব প্রতিবেদক
- ০৪ নভেম্বর ২০১৯, ১০:৫৭, আপডেট: ০৪ নভেম্বর ২০১৯, ১১:০৪
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারানোর গৌরবময় সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় তারা বাংলাদেশের এই বিজয়কে ক্রিকেট খেলায় আরো এক ধাপ এগিয়ে যাওয়া উল্লেখ করে বলেন, ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা সারাবিশ্বে বাংলাদেশের জন্য ধারাবাহিক যে সম্মান বয়ে আনছে তাতে আমরা গৌরব অনুভব করছি। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে বাংলাদেশের সম্মান অক্ষুন্ন রাখতে সক্ষম হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান এবং বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা