বিভিন্ন স্থানে গ্রেফতারের প্রতিবাদ জামায়াতের
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ নভেম্বর ২০১৯, ১৮:২০
শনিবার রংপুর মহানগরীতে জামায়াতে ইসলামীর ২ কর্মী, ইসলামী ছাত্রশিবিরের ৬ কর্মী, চট্টগ্রাম মহানগরীতে ২ এবং ঢাকা জেলা দক্ষিণ শাখার ১জন কর্মীকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, ‘রংপুর মহানগরীতে জামায়াতে ইসলামীর ২ কর্মী ও ইসলামী ছাত্রশিবিরের ৬ কর্মী, চট্টগ্রাম মহানগরীতে ২ এবং ঢাকা জেলা দক্ষিণ শাখার ১ কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অব্যাহত গ্রেফতার অভিযানের মাধ্যমে ‘কর্তৃত্ববাদী সরকারের চরম অগণতান্ত্রিক মনোভাব’ প্রকাশিত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়। রফিকুল ইসলাম খান বলেন, অথচ সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানাতে দিচ্ছে না। সরকারের দুঃশাসন ও ব্যাপকভাবে গ্রেফতার অভিযানের ফলে গোটা দেশটাই আজ এক বৃহৎ জেলখানায় পরিণত হয়েছে।
এই ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা